- Home
- West Bengal
- West Bengal News
- কবে পর্যন্ত চলবে হিট ওয়েভ? কবে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কবে পর্যন্ত চলবে হিট ওয়েভ? কবে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মার্চের গরমে নাজেহাল সকলে। হাওয়া অফিস জানালো, রবি ও সোমবার হিট ওয়েভ চলবে এবং আগামী সপ্তাহে বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মার্চের গরমেই নাজেহাল অবস্থা সকলের। এখনও বাকি এপ্রিল থেকে জুন। চলতি বছরে যে কতটা গরম পড়তে পারে তা এখনই বোঝা যাচ্ছে।
এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানাল কবে হবে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি।
সূত্রের খবর, রবি-সোম চলবে হিট ওয়েভ। কাল আরও ২ ডিগ্রি বাড়তে পারে গরম। চরমে উঠবে গরম।
উত্তরবঙ্গের পার্বত্য জেলায় কাল হতে পারে বৃষ্টি। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিহার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
এদিকে কলকাতায় কালও থাকবে হট ডে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রখর হবে সূর্যের তাপমাত্রা।
সোমবার পর্যন্ত গরম থাকবে চরমে। রাতেও হবে অস্বস্তি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস।
তবে, আগামী সপ্তাহের বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ৩৩.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আগামী কাল আরও বাড়বে গরম। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সব মিলিয়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

