সংক্ষিপ্ত

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল বিখ্যাত লাইন, 'শীতকাল কবে আসবে সুপর্ণা?' শীতকাল চলে গিয়ে এখন প্রখর গ্রীষ্ম। সবাই বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে।

'শালবনে হুল্লোড়,— ঐ এলো ঝড়, মাঠ ছেড়ে তাড়াতাড়ি চল্ ভাই ঘর।' বহুকাল আগে লিখেছিলেন কবি সুনির্মল বসু। তিনি বোধহয় কোনওদিন কল্পনা করতে পারেননি, ২০২৪ সালের গ্রীষ্মে ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের মানুষ এতটা অধীর আগ্রহে অপেক্ষা করবেন। সবাই এখন বলছেন, ‘একটু বৃষ্টি পাওয়া যাবে?’ লোকসভা নির্বাচনের আবহেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস নিয়েই মানুষের আগ্রহ বেশি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসও অনেকটা রাজনৈতিক দল বা সরকারেরর প্রতিশ্রুতির মতো হয়ে যাচ্ছে। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে বটে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। যদিও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে নতুন করে আশায় বুক বেঁধেছে বাঙালি।

বদলে যাচ্ছে আবহাওয়া

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। সপ্তাহান্তে রোদের প্রকোপও কিছুটা কম। সোমবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে এর ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেড়ে গিয়েছে। গুমোট হয়ে আছে পরিবেশ। এটা অবশ্য ঝড়েরই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো বাতাসও বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও হবে বৃষ্টি?

তাপপ্রবাহের হাত থেকে উত্তরবঙ্গও রেহাই পায়নি। তবে এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যঙ্গ করছেন। সবচেয়ে ভাইরাল পোস্ট হল, সোমবারও বৃষ্টি না হলে বুঝে নিতে শিক্ষক নিয়োগের মতো আবহাওয়া দফতরেও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Weather News: সোমবারের বৃষ্টি ঠিক কতদিনের জন্য স্বস্তি আনবে রাজ্য? তাপমাত্রার পারদ কতটা নামবে

Weather News: চলতি সপ্তাহে দেখা মিলতে পারে কালবৈশাখীর, কমবে তাপমাত্রা, জেনে নিন কলকাতা ও জেলাগুলির আজকের আবহাওয়ার খবর

আজ থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টি, কিন্তু কখন থেকে? বিশেষ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর