Kali Puja 2021- নির্দেশ দিয়েছিলেন বামাক্ষ্যাপা, ৩০০ বছর ধরে পশ্চিমমুখে বসিয়ে মা কালীর পুজো হয় বড়ঞায়
Nov 01 2021, 04:00 PM ISTএলাকার আন্দি, মহিশগ্রাম, বড়কাপসা, বিছুর, দেবগ্রাম ও কল্যাণপুর গ্রামগুলিতে কিছু প্রাচীন পুজো রয়েছে। যেগুলি ঘিরে প্রতিবছরই ভক্তদের মধ্যে চরম উন্মাদনা দেখা যায়। পরবর্তীতে গ্রামগুলিতে নতুন পুরনো মিলিয়ে প্রায় ২৫০টি পুজো হয়ে থাকে।