দুর্গাপুজোর তৃতীয়া আজ, সন্ধ্যা আরতিতে পালন করুন এই বিশেষ নিয়মগুলি
Sep 28 2022, 05:00 PM ISTমায়ের গায়ের রং সোনার মতো উজ্জ্বল। দেবীর তিনটি চোখ ও দশটি হাত রয়েছে। তাঁর হাতে পদ্ম, গদা, ধনুক ও তীর, খড়্গ, ত্রিশূল ও অস্ত্র রয়েছে, তিনি জ্ঞানে দীপ্তিমান এবং আগুনের রঙে প্রজ্জ্বলিত।