কেন নবরাত্রিতে অখন্ড জ্যোতি জ্বালানো হয়, জেনে নিন এর গুরুত্ব কি
Sep 19 2022, 02:10 PM ISTঅখণ্ডিতের সহজ অর্থ হল, যতক্ষণ পূজা চলবে, প্রদীপ যেন ততক্ষণ স্থায়ী হয়, অর্থাৎ প্রদীপ যেন নিভে না যায়। এ জন্য খেয়াল রাখতে হবে যে প্রদীপে অবারিত শিখা জ্বলছে তার তুলোর বাতি যেন যথেষ্ট বড় হয় এবং তাতে পর্যাপ্ত পরিমাণে ঘি থাকে।