Facebook Name Change- ফেসবুক হয়ে গেল 'মেটা' বিরাট ঘোষণা মার্ক জুকারবার্গের
Oct 29 2021, 11:10 AM ISTঅবেশেষে ঘটল সকল জল্পনা অবসান। নাম বদল করলো ফেসবুক, নতুন নাম 'মেটা'। বৃহস্পতিবার কানেক্ট ২০২১ নামে এক ভিডিও কনফারেন্সে উপস্থিত হন ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার ও প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং সেখানেই সংস্থার নতুন নাম ঘোষণা করেন তিনি।