আয় বৃদ্ধিতে IRCTC-র থেকে প্রোজেক্ট অধিগ্রহণ, রেল তৈরি করবে ১০০ টি ফুড প্লাজা
Mar 13 2022, 11:58 AM ISTভারতীয় রেলের তরফে এসে গেল দুর্দান্ত খবর। এবার রেলের তরফে খোলা হবে ফুড প্লাজা। একটা নয়, দুটো নয়, পুরো একশোটা ফুড প্লাজা খুলতে চলেছে ভারতীয় রেল। রেলওয়ে বোর্ডের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, ফুড প্লাজা, ফাস্ট ফুড ইউনিট, মাল্টি ফিউশন রেঁস্তোরা খোলার উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, রেল তার আয়ের পথ প্রসস্থ করার উদ্দেশ্যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র থেকে এই প্রোজেক্টের দায়ভার অধিগ্রহণ করে নিল ভারতীয় রেল।