ক্রিকেট দুনিয়ায় নিউজিল্যান্ড বরাবরই ব্যতিক্রমী। একমাত্র এই দলেই সেই অর্থে কোনও তারকা ক্রিকেটার নেই। অথচ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছে নিউজিল্যান্ড।
বিশ্বের উন্নত দেশগুলির অন্যতম নিউজিল্যান্ড। কিন্তু এই দেশেরই আর্থিক অবস্থা রীতিমতো সঙ্কটজনক। কোনও উপায়েই নিউজিল্যান্ডের আর্থিক সঙ্কট দূর করা সম্ভব হচ্ছে না।
এশিয়া কাপ থেকে টানা ব্যর্থতা চলছে পাকিস্তানের। কোনও টুর্নামেন্ট বা সিরিজেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদের দল।
টেস্টের পর টি-২০, নতুন অধিনায়কের আমলে হেরেই চলেছে পাকিস্তান। শান মাসুদ, শাহিন শাহ আফ্রিদিরা পাকিস্তানকে জয়ের পথ দেখাতে পারছেন না।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ০-৩ হারের পর এবার নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজেও ০-৩ পিছিয়ে পড়ল পাকিস্তান। এই সিরিজে আরও ২টি ম্যাচ বাকি।
অধিনায়ক বদল করেও কোনও লাভ হল না। পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার পালা অব্যাহত। অস্ট্রেলিয়া সফরে কোনও ম্যাচই জিততে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ড সফরেও একই ছবি দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ০-৩ বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এবার নিউজিল্যান্ড সফরে গিয়েছেন বাবর আজমরা। কিউয়িদের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান।
ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ কি দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব কমিয়ে দিচ্ছে? নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার দুর্বল দল পাঠানোর সিদ্ধান্ত এই প্রশ্ন জোরালো করেছে।
এবারের নিউজিল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। ওডিআই সিরিজের পর টি-২০ সিরিজেও লড়াই করছেন সৌম্য সরকার, লিটন দাসরা।
ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখালেও, বাংলাদেশ সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারল না নিউজিল্যান্ড। সিলেট টেস্ট ম্যাচে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল।