সোমবারের পর মঙ্গলবার সাময়িক বিরতি দিলেও বুধবার থেকে ফের দক্ষিণের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
চলতি সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে। আগামী ৩ এপ্রিল থেকে রৌদ্রজ্বল আকাশ দেখবে শহরবাসী।
বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায়। কলকাতায়ও ধরেছে বৃষ্টি।
হুগলি, মালদা, দুই দিনাজপুর-সহ একাধিক জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়ে আগামী দু'দিন থাকবে নিম্নচাপের প্রভাব।
এবছরই দশকের ঊষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী থেকেছে বঙ্গ। মার্চ মাসেই তাপআমত্রা ছুয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আচমকা এই কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলেই।
চলতি সপ্তাহেই বঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার আগে ফের হেরফের ঘটল আবহাওয়ার আপডেটে।
সপ্তাহের মধ্যভাগে শুরু হয়ে এই বৃষ্টি একেবারে সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে, হোলি পর্যন্ত তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের দুটি জেলার কোনও কোনও জায়গায় ইতিমধ্যেই হাল্কা বৃষ্টি হয়েছে।
শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে চোখে পড়েছে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর বলছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু জেলায় হতে পারে বৃষ্টিও।