বিয়ে ভাঙা থেকে সহবাস নিয়ে খোঁচা, নতুন ছবি পোস্ট করতেই এবার খোরপোশ নিয়ে কটাক্ষ শ্রাবন্তীকে

Jul 14 2022, 09:22 AM IST

সাদা রঙের রোলস রয়েসের সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়ে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, স্বপ্ন দেখার সাহস করো, তারপর সেটাকে পূরণ করো। এই ছবিতে টলি অভিনেত্রীরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেছেন, কিনে ফেল, তারপর আমায় লং ড্রাইভে নিয়ে চল। শ্রাবন্তীও পাল্টা জবাবে জানিয়েছেন, লেটস গো মামনি।তবে নেটিজেনরা যা মন্তব্য করেছেন তা দেখে হতবাক হয়েছেন শ্রাবন্তীর ভক্তরা। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, আরও ৭-৮ টা ডিভোর্স দিয়ে খোরপোশ নাও , তাহলেই দেখবে মাত্র কয়েক বছরের মধ্যেই তুমি এই  গাড়ি কিনতে পারবে। যদিও এসব সমালোচনাকে যে মোটেই পাত্তা দিতে রাজি নন শ্রাবন্তী, তা তিনি বারেবারে বুঝিয়ে দিয়েছেন।