সেনা সূত্রের খবর এবার থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে ফিল্ড কমান্ডারকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে । আর এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই বদলে যেতে চলছে দশক পুরনো নিয়ম।
ভারতও চিনা সৈন্যদের আটক করেছিল ১ মেজরসহ ১৫ চিনা সৈন্য আটক আলোচনার পর মুক্তি দেওয়া হয় গালওয়ান নিয়ে সেনাকে সিদ্ধান্ত নিতে নির্দেশ
ভারতের তিন এলাকাকে জুড়ে নতুন মানচিত্র বানিয়েছে সংবিধান সংশোধনী বিলও পাস করিয়েছে সংসদের নিম্ন কক্ষে ভারতীয়দের জখম ও আটক ছাড়াও গুলি করে মেরেছে নেপাল পুলিশ এর পিছনে রয়েছে চিনের উসকানি আর তাতেই সক্রিয় হয়ে উঠছে নেপাল