সপ্তাহান্তে ছ্যাঁকা দিল সোনার দাম, রূপোর দর কোথায় ঠেকল,জানুন কলকাতার আজকের দর

Aug 06 2022, 09:04 AM IST

বেশ  কয়েকদিন ধরেই সোনা দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। কারণ সোনার দাম বাড়া-কমা লেগেই রয়েছে।  মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের দাম বাড়ল সোনার। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমছিল সোনার। যার ফলে খানিকটা স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। তবে সপ্তাহের শেষেই হুড়মুড়িয়ে দাম বাড়ল শুরু সোনার।  আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই পড়েছে। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখনই সব জিনিসপত্রের দামও চড়া হারে বাড়ছে। এবার সোনার দাম বাড়তেই মাথায় হাত পড়ল মধ্যবিত্তের। শনিবার ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।