বাংলাদেশের রাজধানী ঢাকাতে জলের দাম নির্ধারণের পরিকল্পনায় ঢাকা ওয়াসা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলেও ঢাকার বলে চিহ্নিত এলকায় জলের দাম বাড়বে। এরফলে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত এলাকার বাসিন্দাদের জলের দাম বেশি দিতে হবে।
তবে কেন এই ভাবনা
শনিবার একটি অনুষ্ঠাতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, 'জলের উৎপাদনে যে খরচ হয়, তার চেয়ে অনেক কম দামে এখন মিলছে। বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। দুঃখ্যজনক হল উচ্চবিত্তরাও সেই ভর্তুকি পাচ্ছেন। তাঁদের সেটা পাওয়া উচিত নয়। সকল শ্রেণীর মানুষের জলের দাম এক হওয়া উচিত নয়। তাই এখন আমরা চিন্তা করছি এলাকাভিত্তিক দলের দাম নির্ধারণ করবো।'
আরও পড়ুন, 'আমরা রেশনের চাল খাই-শুধু ওনার জন্যই মিনিকেট এনেছিলাম', শাহ যেতেই অন্য রূপ বাসুদেব বাউলের
প্রায় শতভাগ নাগরিক বৈধ জল পাবে
আগামী ডিসেম্বরের মধ্য়েই নগরীর সকল নাগরিককে বৈধ জলের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। আগে যেখানে ঢাকায় ১৫ থেকে ২০ শতাংশ বাসিন্দা বৈধ পানির, সংযোগের বাইরে ছিল, এখন সেখানে প্রায় শতভাগ বৈধ জল পায় বলে জানিয়েছে ওয়াসা।