বরাবরই গতে বাঁধা ছক থেকে বেরিয়ে নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন দর্শনা বণিক। প্রতিনিয়ত একের পর এক ফোটোশ্যুটে তিনি উষ্ণতার পারদ চড়াচ্ছেন। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন দর্শনা বণিক। হটনেসের জন্য ফের লাইমলাইটে চলে এসেছেন দর্শনা। পোশাক ঠিকরে বেরিয়ে আসছে বক্ষ-বিভাজিকা। অভিনেত্রী হট ক্লিভেজে তাপমাত্রার পারদ চড়েছে।
বরাবরই গতে বাঁধা ছক থেকে বেরিয়ে নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন দর্শনা বণিক। প্রতিনিয়ত একের পর এক ফোটোশ্যুটে তিনি উষ্ণতার পারদ চড়াচ্ছেন। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন দর্শনা বণিক। হটনেসের জন্য ফের লাইমলাইটে চলে এসেছেন দর্শনা। পোশাক ঠিকরে বেরিয়ে আসছে বক্ষ-বিভাজিকা। অভিনেত্রী হট ক্লিভেজে তাপমাত্রার পারদ চড়েছে।
দর্শনার পোস্ট করা ভিডিও দেখতে উপচে পড়ছে ভিড়। যেখানে দেখা যাচ্ছে কালো প্যান্ট এবং কালো রঙের লং জ্যাকেট পরে হেঁটে আসছেন দর্শনা। বুকচেরা জ্যাকেটের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে লাল রঙের অন্তর্বাস এবং যেখানে স্পষ্ট ফুটে উঠেছে বক্ষের খাঁজ। প্রতিটি ছবিতেই তিনি যেন আলাদা আলাদা স্টাইল স্টেটমেন্ট নজির গড়েন। গ্ল্যামারাস দর্শনার এই ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভিড় জমছে। উন্মুক্ত ক্লিভেজ যেন ফ্যাশন ট্রেন্ড, তবে শুধু এই নয়া ট্রেন্ডে গা ভাসিয়েই নয়, সাহসী ফোটোশুটেও সাবলীল দর্শনা। দর্শনার সেক্সি ফিগার দেখতেই হামলে পড়েছেন নেটিজেনদের একাংশ। মুহূর্তের মধ্যে এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন দর্শনা বণিক। বোল্ড অ্যাটায়ারে ভক্তদের নজর কেড়েছেন দর্শনা। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। শরীরী উষ্ণতায় পারদ চড়ালেন দর্শনা, নায়িকার বোল্ড অবতারে ঘুম উড়ল সাইবারবাসীর। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্টাইল ও ছকভাঙা অভিনয় দিয়ে নিজের জায়গাটা পাঁকিয়ে নিয়েছেন টলি অভিনেত্রী দর্শনা বণিক। ছবি হোক কিংবা ভিডিও প্রতিদিনই অনুরাগীদের বিনোদন জোগাতে কিছু না কিছু করেই থাকে ন দর্শনা। অভিনেত্রীর কিলার লুকে কুপোকাত হয়েছেন ভক্তরা। ইতিমধ্যেই ভক্তের সংখ্যা আকাশছোঁয়া।কলকাতার মডেলিং জগতে সম্ভাবনাময় মডেলদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন দর্শনা বণিক। সেমি ন্যুড থেকে স্ট্রিট ফোটোগ্রাফি সবতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার এই নায়িকা। ছবি প্রকাশ্যেই আসতেই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে। লাস্যময়ীর আবেদনে হার মানবে বলিউডও। বিজ্ঞাপনে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দর্শনা। ২০১৮-য় প্রথম বড়পর্দায় হাতেখড়ি। তবে শুধু বাংলা ছবি নয়, তেলেগু ছবিতেই জনপ্রিয় মুখ দর্শনা বণিক। সদ্যই আপকামিং দক্ষিণী ছবি 'ইয়ারাক্কম' অ্যাঞ্জেল-এর প্রথম লুক শেয়ার করেছেন অভিনেত্রী। টলিপাড়ার গন্ডি পেরিয়ে বলিউডেও পসরা জমিয়েছেন দর্শনা বণিক।
আরও পড়ুন-বুকের ফিতে খুললেই বেরিয়ে আসবে স্তনযুগল, ব্রা ছাড়াই অর্ধনগ্ন শরীরে পারদ চড়ালেন উরফি
আরও পড়ুন-' সেক্স হয়ে গেলেই সবটা শেষ নয়, জোর করে বিয়ে না টেকানোই ভাল', বিস্ফোরক মালাইকা