সেক্সি শাড়িতে প্রিয়াঙ্কা, উষ্ণতার পারদ চড়ালেন টলি-অভিনেত্রী

  • সেক্সি শাড়িতে প্রিয়াঙ্কা সরকার 
  • টিউবের সঙ্গে শাড়ি পরে নেটদুনিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী 
  • সাদা রঙের ফ্যাশনেবল শাড়িতে মন ভুলেছে সকল পুরুষের 
  • সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল ছবি

নেটদুনিয়ায় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ছবি মানেই অভিনবত্বের ছোঁয়া। এবারেও তার অনথ্যা হয়নি। কালো রঙের টিউব টপের সঙ্গে সাদা রঙের নেটের শাড়ি। মিনিট খানেক মধ্যেই লাইকের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়া রিপোস্ট করাও। ইতিমধ্যেই নিজের ফিগারের উষ্ণতায় পারদ চড়িয়েছেন টলি নায়িকা। তাঁকে দেখে বহু নেটিজেনরা প্রথমে চিনতেই পারেনি। কেবল শাড়িতেই নয়, মোনোকিনি, জিনস এবং অন্তর্বাসের উপর লেদার জ্যাকেটেও নিজের হটনেসের সন্ধান দিয়ে চলেছেন ভক্তদের। লকডাউন চলাকালীন নিজের পুরনো ছবি পোস্ট করে অনুরাগীদের মন ভরিয়েছেন প্রিয়াঙ্কা। 

আরও পড়ুনঃশ্রাবন্তীর বাড়িতে বিশেষ মজলিস, লকডাউনেও বাড়িতে এল বিশেষ অথিতিরা

Latest Videos

এছাড়াও মেকআপ ছাড়া ক্যানডিড মুহূর্তের ছবির পোস্ট করে সৌন্দর্যের নয়া পরিচয় দিয়েছেন নায়িকা। এছাড়াও ঘুরতে যাওয়ার পুরনো ছবি, ভিডিও পোস্টেও ভক্তদের মনোরঞ্জনের ব্যবস্থা করেছেন। পুরনো ছবি, ভিডিও পোস্ট করা কেন প্রয়োজনীয় হয়ে উঠেছিল তা তিনি সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমাদের এই কঠিন সময়ে পুরোনো কিছু মুহূর্ত ফিরে দেখাই হয়তো করতে পারে মনের মধ্যে কিছুটা হলেও আনন্দের সঞ্চার। প্রিয় স্মৃতিগুলো রোমন্থন করলেই তো জানান দিয়ে যায় সামনে হয়তো আরোও ভালো দিন আসছে। এই কঠিন সময়কে পেছনে ফেলে ঠিক এগিয়ে যাবো আমরা। আমিও আজ আমার স্মৃতির পাতা থেকে প্রিয় কিছু মুহূর্ত ভাগ করে নিলাম, আমার প্রিয় বন্ধুর সাথে।"

আরও পড়ুনঃবিয়ের আগে ফোটোশ্যুটের ঝলক, অন্দরমহলের থ্রোব্যাকে নিয়ে গেলেন নুসরত

 

তিনি আরও অনুরাগীদের উদ্দেশ্যে জানান, "যে থাকে প্রায় হাজার খানেক মাইল দূরে সুদূর কেরালাতে। যার সাথে আমার দেখা হয়েছিল বেশ কয়েক বছর পর, গত ডিসেম্বরে। সত্যিই তো, দূরত্ব যতই হোক বন্ধুত্ব থাকে অমলিন। আর জীবনের এই ছোট ছোট রঙিন মুহূর্ত গুলোই তো বেঁচে থাকার রসদ। হোক কথা হোক, প্রিয় বন্ধুদের সাথে। ফিরে আসুক স্কুল, কলেজ বা কোনো অবকাশে কাটানো আনন্দের কোনো স্মৃতি। যার মধ্যেই থাকবে এই কঠিন সময়কে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।"

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari