অনাবৃত উরু, সরু ফিতের পোশাকে গর্জিয়াস শুভশ্রী, সেক্সি মাম্মার থেকে চোখ ফেরাতে পারছেন না রাজ

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়  রাজস্থান ট্রিপের একটি ছবি শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। ছেলে  ইউভানকে কোলে নিলেই একে অপরের দিকে তাকিয়ে ছবিতে পোজ দিয়েছেন শুভশ্রী ও রাজ। পরণে শর্ট ফ্রক, অনাবৃত উরুতেই সকলের চোখ আটকে। ফিনফিনে সরু ফিতের পোশাক, চোখে সানগ্লাস, পায়ে লাল জুতো নজর কেড়েছে। অন্যদিকে রাজকেও মেরুন রঙের হাফপ্যান্ট ও সাদা টি- শার্ট, ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে ভালবাসার ইমোজি দিয়েছেন রাজ। ইউভানকে কোলে নিয়েও প্রেমে মশগুল রাজ ও শুভশ্রী। ইউভানের সেক্সি মাম্মার থেকে চোখ ফেরাতে পারছেন না রাজ।

সময় পেলেই এদিক ওদিক বেড়াতে যেতে ভালবাসেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েকদিনের ছুটি পেলেই বেড়াতে যাওয়ার জন্য মনটা যেন সর্বক্ষণই উরু উরু করে। আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে অনেকটাই দূরে রয়েছেন টলিউডের কাপল। বর্তমানে রাজস্থান ট্যুরে গিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবং তাদের একরত্তি খুদে ইউভান। রাজস্থানের ট্যুরের সমস্ত ছবিই ভক্তদের সঙ্গে শেয়ার করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়  রাজস্থান ট্রিপের একটি ছবি শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। ছেলে  ইউভানকে কোলে নিলেই একে অপরের দিকে তাকিয়ে ছবিতে পোজ দিয়েছেন শুভশ্রী ও রাজ। পরণে শর্ট ফ্রক, অনাবৃত উরুতেই সকলের চোখ আটকে। ফিনফিনে সরু ফিতের পোশাক, চোখে সানগ্লাস, পায়ে লাল জুতো নজর কেড়েছে। অন্যদিকে রাজকেও মেরুন রঙের হাফপ্যান্ট ও সাদা টি- শার্ট, ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে ভালবাসার ইমোজি দিয়েছেন রাজ। ইউভানকে কোলে নিয়েও প্রেমে মশগুল রাজ ও শুভশ্রী। ইউভানের সেক্সি মাম্মার থেকে চোখ ফেরাতে পারছেন না রাজ। দেখে নিন ছবিটি,

Latest Videos

 


রাজ ও শুভশ্রীকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। বেড়াতে গিয়েও বিতর্ক পিছু ছাড়ে না। আজমেঢ় শরিফ দরগায় গিয়ে পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ ও শুভশ্রী। ছবি দেখা মাত্রই ধেয়ে এসেছিল কটাক্ষ। একাধিক মন্তব্যে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় পাতা। ইউভানের ফেজ টুপি পরা নিয়েও একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। দরগায় রাজ-শুভশ্রীর ভ্রমণ খুব একটা ভাল চোখে দেখেননি অনুরাগীরা। যদিও এসব কিছুকে পাত্তা দিতে নারাজ তারা। রাজস্থানের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন রাজ ও শুভশ্রী। রাজস্থান থেকে ইউভানের মিষ্টি একটি ভিডিও শেয়ার করেছেন রাজ। যেখানে দু-হাতে কাঠি নিয়ে বাদ্যযন্ত্র বাজাতে দেখা গেছে ইউভানকে। টলিপাড়ার স্টারকিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউভান, তা যেন নিঃসন্দেহে প্রমাণিত। এতটাই ইউভানকে পছন্দ করে সকলে যে এই বয়সেই তার নামে ফ্যানপেজও খোলা হয়ে গেছে। এবং সেখানে নানা ধরনের ছবি-ভিডিও , খুনসুটি ধরা পড়ে। ছোট থেকেই সকলের চোখের মণি হয়ে উঠেছে ইউভান। তার প্রতিটি মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন নেটিজেনরা।

 

 

 ইতিহাসের মোড়কে মোড়া জয়পুরের একটি বিলাসবহুল ফোর্ট রিসর্টে রয়েছেন রাজ ও শুভশ্রী। রাজকীয়তার মোড়কে মোড়া নিমরানা ফোর্ট প্যালেস উঠেছেন সেলেব জুটি। ৫০০ বছরের পুরোনো ফোর্টকেই রিসর্ট বানানো হয়েছে। ফোর্টের প্রতিটি পরতে পরতে রয়েছে ইতিহাসের হাতছানি। যা ঘুরে দেখতে সময় লাগবে গোটা দিন। রাজকীয় ফোর্টের প্রতিটি ঘরের আলাদা আলাদা নাম। যেমন, সূর্য মহল, গগণ মহল, বাগ মহল, খাজানা মহল। এই মহলে এক রাতের  জন্য থাকতে হলে কমপক্ষে  আপনাকে দিতে হবে ১৩ হাজার টাকা। রাজস্থানের এই ফোর্টটিতে ২৫ হাজার টাকার মূল্যের ঘরও রয়েছে। হোটেলের বাইরের ছবিও শেয়ার করেছিলেন রাজ। বিতর্কের মধ্যেও চুটিয়ে ভ্যাকেশন ট্রিপের মজা নিচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাদের একমাত্র পুত্র ইউভান।
 

আরও পড়ুন-কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন আলিয়া, বিয়ের আগে রূপের রহস্য ফাঁস হবু কনের

আরও পড়ুন-নীল ছবির অফার পাওয়া 'সেক্সবম্ব' উরফি কত কোটি টাকার মালিক জানেন? রইল ব্যাঙ্ক ব্যালেন্সের ডিটেলস

আরও পড়ুন-প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today