ছোট্ট 'সিম্বা'র পায়ের আদরে মুখ ঘষছেন রাজ, এক ফ্রেমেই বন্দী 'সেক্সি মাম্মা'র জীবন

  •  সময় পেলেই ছেলের সঙ্গে সময় কাটছে রাজের
  • সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভানের সঙ্গে খুনসুটির ছবি শেয়ার করেছেন রাজ
  •  ছেলের পায়ের আদরে মুখ ঘষতে দেখা গেছে পরিচালককে
  •  মুহূর্তের মধ্যে বাবা-ছেলের আদর মাখানো ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে

মা হওয়ার পরই সদ্যই ৩০-শে পা দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা হওয়ার পর ছেলে ইউভানকে নিয়ে সময় কাটছে রাজ ও শুভশ্রীর। নিউ নর্মাল হতেই কাজে ফিরেছেন পরিচালক রাজ। কিন্তু সময় পেলেই ছেলের সঙ্গে সময় কাটছে রাজের। ছোট্ট সিম্বা এখন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেই চলেছেন বাবা রাজ চক্রবর্তী।

আরও পড়ুন-'ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগার'-এ ছক্কা হাঁকাচ্ছেন মিমি, কী কী থাকে ডায়েটে, ফাঁস 'ফিটনেস সিক্রেট'...

Latest Videos

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভানের সঙ্গে খুনসুটির ছবি শেয়ার করেছেন রাজ। ছেলের পায়ের আদরে মুখ ঘষতে দেখা গেছে পরিচালককে। ছেলের সঙ্গে প্রতিটা মুহূর্তকে উপভোগ করছেন পরিচালক। দেখে নিন পোস্টটি,

 

ছেলের মুখ আড়াল করেই ছবি শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে একটি কথাও খরচ করেননি রাজ বরং তার বদলে ভালবাসার ইমোজি দিয়েই নিজের ভালবাসা উজার করে দিয়েছেন পরিচালক। ছবিতে শুভশ্রীও 'ওলেবাবালে' কমেন্টে নিজের ভালবাসা জানিয়েছেন। এবং শুধু তাই নয়, নিজের ইনস্টা স্টোরিতেও এই ছবি শেয়ার করে সেক্সি মাম্মা জানিয়েছেন, 'এক ফ্রেমবন্দি আমার জীবন'। মুহূর্তের মধ্যে বাবা-ছেলের আদর মাখানো ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বাবা চলে যাওয়ার পর দুঃখের কালো মেঘ অনেকটাই কেটেছে রাজ-শুভশ্রীর জীবনে। খুশির হাওয়া বইছে রাজশ্রী-র পরিবারে। সদ্যোজাতকে নিয়েই দিন কাটছে তাদের। সমস্ত ঝড়  পেরিয়ে আবার নিউ নর্মালে ফিরেছেন রাজ-শুভশ্রী।
 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts