বিকিনিতে হট ঋতাভরী, ভেজা শরীরে হট পোজ, রূপের ঝলকে ভাইরাল ভিডিও

মাঝেমধ্যে প্রকাশ্যে আশা ঋতাভরীর অনবদ্য কাজই তাঁকে ভাইরাল করতে যথেষ্ট। বিনোদন জগতে অভিনয় হোক বা সোশ্যাল মিডিয়া স্টানিং লুকে হট পোজ। ভক্তদের নজর কাড়তে সিদ্ধহস্ত তিনি।

ঋতাভরী চক্রবর্তী, বলিউড-টলিউড একাধারে নিজের রূপে গুনে কাঁপিয়ে চলেছেন তিনি। একের পর এক সিনেমার প্রস্তাব তার হাতে না থাকলেও, মাঝেমধ্যে প্রকাশ্যে আশা তার এক আধা কাজই তাকে ভাইরাল করতে যথেষ্ট। বিনোদন জগতে অভিনয় হোক বা সোশ্যাল মিডিয়া স্টানিং লুকে হট পোজ। ভক্তদের নজর কাড়তে সিদ্ধহস্ত তিনি।

আরও পড়ুন- এখন থেকেই সেট তৈমুরের কেরিয়ার গোল, সইফ-করিনা ছেলেকে কোন প্রফেশনে দেখতে চান

Latest Videos

আরও পড়ুন- এইগুণ থাকলেই মঙ্গলবার হৃত্বিক হতে পারে আপনারও পার্টনার, কীভাবে, জানালেন খোদ সুপারস্টার

কেবল রূপ কিংব অভিনয়গুণে নয়, ইতিমধ্যে ঋতাভরী অনবদ্য গান সকলকে উপহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোনো অংশে কম নয় ঋতাভরী চক্রবর্তী। কখনও বাণিজ্যিক ছবি কখনও আবার কন্টেন ভিত্তিক ছবি, হিট লিস্টে নাম লেখাতে সময় লাগে না তার। তবে বর্তমানে তুলনামূলক হাতে কাজ কম। আর তাই সেই সূত্র ধরেই এইবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ঋতাভরী। বরাবরই ঋতাভরী সাহসী ফটোশুটে সাবলীল। তাই এবারও ধরা দিলেন বিকিনিতে।

 

 

পরনে কালো সটস ও বিকিনি ঋতাভরী কি নিঃসন্দেহে এক অন্যরূপ দেয়। আর এই লোকের ঝলক মিলবে কোথায়, সোশ্যাল মিডিয়ার পাতায়। সদ্য একটি ভিডিও সুইমিং পুল থেকে শেয়ার করেছেন ঋতাভরী। সেখানেই গানের তালে শরীরের ভাঁজে উষ্ণতা ছড়াচ্ছে টলি অভিনেত্রী। এই ভিডিও দেখা মাত্রই মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল।

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar