লাস্যে ভরা শরীরে চির যৌবনা, ফিনফিনে শাড়িতে ঐশ্বর্যকে কড়া টক্কর শ্রীলেখার

সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র। সর্বদাই ভক্তদের সঙ্গে নিজের সমস্ত কিছু শেয়ার করেন শ্রীলেখা মিত্র। এবারও তার অন্যথা হল না। তবে এবার এমন ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা, যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও শেয়ার করে ঝড় তুলেছেন শ্রীলেখা মিত্র। ফিনফিনে কালো রঙের শাড়ি, তার সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরে উদ্দাম নেচে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিলেন শ্রীলেখা মিত্র।

উষ্ণতার পারদ চড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে সর্বদাই থাকেন শ্রীলেখা মিত্র। চর্চার কেন্দ্রবিন্দুতে হামেশাই থাকে শ্রীলেখা মিত্র।  কখনও বিতর্কিত পোশাক,  কখনও ঠোঁটকাটা মন্তব্য, সে যা কিছুই হোক সমালোচনা তিনি থাকবেন। বিতর্ক থেকে দূরে নয় বরং বিতর্কের মধ্যেই থাকতে বেশিই পছন্দ করেন। শ্রীলেখা মিত্র মাত্রই হট ভাইরাল। অভিনেত্রীর নাম শুনলেই যেন রাতের ঘুম উড়ে যায় পুরুষদের। টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর উপর সর্বদাই নেটিজেনদের নজর আটকে থাকে। 

সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র। সর্বদাই ভক্তদের সঙ্গে নিজের সমস্ত কিছু শেয়ার করেন শ্রীলেখা মিত্র। এবারও তার অন্যথা হল না। তবে এবার এমন ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা, যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও শেয়ার করে ঝড় তুলেছেন শ্রীলেখা মিত্র। ফিনফিনে কালো রঙের শাড়ি, তার সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরে উদ্দাম নেচে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিলেন শ্রীলেখা মিত্র।

Latest Videos

এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছেন শ্রীলেখা মিত্র। কোলাজ-বেঙ্গালুরু বাঙালি উৎসবে যোগদান দিতেই বেঙ্গালুরু রয়েছেন টলি নায়িকা। সেই ফিল্ম ফেস্টিভ্যালেই রেড কার্পেট মাতিয়ে দিলেন শ্রীলেখা মিত্র।  বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের 'তাল' ছবির গানের তাল মেলালেন এই বঙ্গললনা। রমতা যোগী গানের তালে নেচেই রাতের ঘুম কেড়ে নিয়েছেন শ্রীলেখা মিত্র। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে অভিনেত্রীর এই নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ভক্তদের কেউ বলছেন,  'সেক্সি লাগছে'। অন্য এক নেটিজেন বলেছেন. 'ছোট থেকে তোমাকে একইরকম দেখছি, আমায় বিয়ে করবে?' তবে কি ভক্তের আবদারে কোনও সাড়া দেবেন শ্রীলেখা এই কথাও তুলেছেন ভক্তরা। লাস্যময়ী শ্রীলেখার এই সুপার হট ডান্স যেমন মন কেড়েছে নেটিজেনদের তেমনই এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আপ্লুত শ্রীলেখা। শ্রীলেখা মিত্র পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ছাদ চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ও সেরা পরিচালকের খেতাব জিতেছে। এই বয়সে এসেও যে হাজারো পুরুষের রাতের ঘুম কাড়তে শ্রীলেখা মিত্র, তা এর আগেও অনেকবার প্রমাণ দিয়েছেন।অন্যায়কে মুখ বুঝে সহ্য করা এটা তার সহজাত নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে সর্বদা দেখা গিয়েছে অভিনেত্রীকে। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিয়েছেন শ্রীলেখা । অভিনেত্রী শ্রীলেখার ফ্যাশন সেন্সও তাক লাগায় ফ্যাশন বোদ্ধাদের ।  অভিনয়ের পাশাপাশি সমাজসেবা মূলক কাজ নিয়েও ব্যস্ত থাকেন অভিনেত্রী। যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ্যা। তার প্রতিটি ছবিতেই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা।  মাঝেমধ্যেই শ্রীলেখা নিজের  ইউটিউব চ্যানেলে নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে রীতিমতো ঝড় তোলেন অভিনেত্রী।  যোগাভ্যাসের শরীরী ভঙ্গিমায় লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়। 


 

Share this article
click me!

Latest Videos

'দে দৌড়!’ বিধায়ক Asit Majumdar-এর তাড়া খেয়ে উধাও রেলের উচ্ছেদ কর্মীরা, Chinsurah-এ রণক্ষেত্র
New Delhi News: New Delhi স্টেশনে ভয়াবহ পদদলিত কাণ্ড! কাকে দায়ী করলেন বিরোধী দলনেতা Suvendu Adhikari
'প্রয়োজনে বাংলাদেশের উপর শক্তি প্রয়োগ করা উচিত' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
‘Bangladesh পুরোপুরি Pakistan-এর হাতে চলে যাচ্ছে!’ Suvendu Adhikari-র চরম হুঁশিয়ারি!
Dibyendu Adhikari: 'যদি প্রমাণ হয় যে সাজা দেওয়া হবে মাথা পেতে নেব'- দিব্যেন্দু অধিকারী