নেটের পোশাকের উপর ফুটে উঠেছে 'ব্রা'-এর কাপ, তৃণার সামার লুকে পুড়ে ছাই নেটিজেনরা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনে খুটিনাটি হামেশাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তৃণা সাহা। লুকোছাপা, রাখঢাক এসব মোটেই না পসন্দ তৃণার (Trina Saha) । অভিনেত্রীর  সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যায় তার নানা মুডের ছবি। নয়া ট্রেন্ডিং রিলে হামেশাই কিছু না কিছু করে থাকেন তৃণা সাহা। শীতের শেষ গরমের শুরুতেই এবার ভক্তদের চমক দিলেন তৃণা সাহা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট লুকে একটি ছবি পোস্ট করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী  । ছবি পোস্ট করা মাত্রই লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। গরম পড়তেই তাপমাত্রার পারদ তুঙ্গে। এবার বিকিনি ছবিতে তাপমাত্রার পারদ চড়ালেন তৃণা সাহা । গরমে পড়তেই অভিনেত্রীর শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। ছবি নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনে খুটিনাটি হামেশাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তৃণা সাহা। লুকোছাপা, রাখঢাক এসব মোটেই না পসন্দ তৃণার (Trina Saha) । অভিনেত্রীর  সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যায় তার নানা মুডের ছবি। নয়া ট্রেন্ডিং রিলে হামেশাই কিছু না কিছু করে থাকেন তৃণা সাহা। শীতের শেষ গরমের শুরুতেই এবার ভক্তদের চমক দিলেন তৃণা সাহা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট লুকে একটি ছবি পোস্ট করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী (Trina Saha) । ছবি পোস্ট করা মাত্রই লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। গরম পড়তেই তাপমাত্রার পারদ তুঙ্গে। এবার বিকিনি ছবিতে তাপমাত্রার পারদ চড়ালেন তৃণা সাহা (Trina Saha) । গরমে পড়তেই অভিনেত্রীর শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। ছবি নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Latest Videos

 

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা দিনকয়েক আগে ধরা দিয়েছিলেন 'গাঙ্গুবাঈ' লুকে। আলিয়ার সেই চেনা সংলাপের সঙ্গে ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করেছিলেন তৃণা সাহা। আলিয়ার আদলে শাড়ি পরে  মাটিতে বসে তৃণাকে বলতে দেখা গেল, 'জমিন পে বৈঠি বহত আচ্ছি লাগ রহি হ্যায় তু। আদত ডাল লে। কিউকি তেরি কুরসি তো গয়ি'। এই সংলাপের সঙ্গেই ঠোঁট মেলাতে দেখা গেছে তৃণা সাহাকে। গাঙ্গুবাঈয়ের এই দৃশ্যে আলিয়াকে ধূমপান করতে দেখা গিয়েছে একবারে গাঙ্গুবাঈয়ের আদলে। সেটিকেও পুরোপুরি নকল করেছেন তৃণা সাহা (Trina Saha) । গাঙ্গু লুকে তৃণার ঝড়ে মুগ্ধ নেটপাড়া। তৃণার রিল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। 

 

 

আরও পড়ুন-প্যান্ট না পরে ঢিলেঢালা শার্টে রাস্তায় বেরোতেই কটাক্ষ মালাইকাকে, সেক্সি উরুতে ভিড়মি খেলেন নেটিজেনরা

আরও পড়ুন-যৌবনাসিক্ত শরীরে উষ্ণ আবেদন, মাত্র ১৫ বছর বয়সেই হটনেসে ছক্কা হাঁকিয়েছেন উর্বশী রাউতেলা

আরও পড়ুন-'গাঙ্গু' জ্বরে কাবু গোটা দেশ, বনশালির ছবিতে অজয়ের ডবল পারিশ্রমিক হাঁকালেন আলিয়া

পার্পল রঙের বিকিনিতে তৃণাকে দেখেই ঘাম ঝরতে শুরু করেছে ভক্তদের। বিকিনির উপরে নেটের পোশাক, চোখে রোদচশমা দিয়ে ছবিতে পোজ দিয়েছেন টলি ডিভা। পার্পল রঙের বিকিনি ও ট্রান্সপারেন্ট টপ পরেই আগুন জ্বালিয়েছেন তৃণা (Trina Saha)। বাংলা টেলিভিশনে অন্যতম চর্চিত কাপল হলেন নীল-তৃণা জুটি। রিল হোক কিংবা রিয়েল সর্বদাই তাদের জুটি নজর কাড়ে সকলের।  বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে  হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সদ্যবিবাহিত নীল-তৃণার জীবনে এখন শুধু রোম্যান্স। রিল লাইফে একসঙ্গে কাজ না করলেও সময় পেলেই কাপল গোল দিয়েই চলেছেন নীল ও তৃণা (Trina Saha)। টলিপাড়ার সুপারহিট জুটি রিয়েল লাইফের খুনসুটি দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা।  বহু প্রতীক্ষার পর দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরিণতি পেয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে।


 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল