স্বল্প পোশাকে পোল ডান্স আশকার, ভিডিওতে চড়ল উষ্ণতার পারদ

  • হিন্দি টেলিজগতে আশকা গোরাদিয়া সবচেয়ে ফিট অভিনেত্রীদের মধ্যে একজন
  • নিত্যদিন নিজের ফিটনেস পোস্টে তাক লাগান তিনি
  • তবে তাঁর পোল ডান্সের ভিডিওতে চোখ ধাঁধিয়ে যায় নেটিজেনদের
  • থ্রোব্যাকের পাতায় উঠে এল ফের তাঁর হট ভিডিও

প্রায় এক দশক ধরে হিন্দি টেলিভিশন জগতে সেরা ভ্যাম্প অর্থাৎ খলনায়িকার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন আশাকা গোরাদিয়া। তাঁর মতন দক্ষ অভিনেত্রী নিজের প্রতিটি খলনায়িকার চরিত্রে ভিন্ন ভাবে নিজেকে পর্দায় মেলে ধরেছিলেন তিনি। এখন অবশ্য টেলিভিশনে তেমন কাজ করছেন না আশকা। অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেসের প্যাশন নিয়ে প্রকাশ্যে এনেছেন বিভিন্ন ভিডিও ও ছবি। নিত্যদিনই কোনও না কোনও ফিটনেসের ছবি পোস্ট করতে থাকেন আশকা। তবে যা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে, তা হল তাঁর পোল ডান্স। 

আরও পড়ুনঃসানি লিওনি ক্লাসে থাকলে কলেজের ফর্ম তুলতে রাজি এই টলি অভিনেতা, দেখে নিন তাঁর টুইট

Latest Videos

ফিটনেসের একটি বড় অংশ হল নাচ। সেই নাচের মধ্যেই পোল ডান্স বেছে নিয়েছেন আশকা। বছর কয়েক ধরেই পোল ডান্সের প্রশিক্ষণ নিয়েছিলেন আশাকা। স্বল্প সময়ের মধ্যেই প্রোফেশনাল হয়ে ওঠেন তিনি। একের পর এক ভিডিও পোস্ট করতে থাকেন আশকা। যা দেখে চোখ কপালে ওঠে ভক্তদের। তাঁকে এখন ফিটনেসের ভিডিও এবং ছবি পোস্ট করেন। 

আরও পড়ুনঃ'নেশা করে চিত্রনাট্য লেখার ফল', ফের চরম সমালোচনার তোপে 'কৃষ্ণকলি'

আরও পড়ুনঃএক সুতোয় বাঁধা দুই ঘরানার তামান্না-রাধে, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঋত্বিক ও শ্রেয়া

স্বামী ব্রেন্টের সঙ্গেও বিভিন্ন ফিটনেসের ভিডিও করেন আশকা। তাঁর কাছে ফিটনেস টিপসও চায় নেটিজেনরা। তবে তাঁর পোল ডান্সের জন্যই সকলের উত্তেজনা বেশি। তাঁকে এমন নিখুঁত পোল ডান্স করতে দেখে প্রতিবারই অবাক হতে থাকে সকলে। আশকার কথায় তিনি ফিটনেসের মাধ্যমে আনন্দ খুঁজে পান। তাই যোগা, পোল ডান্স মন থেকে আনন্দ দেয়। যার জেরে তিনি বছর কয়েক ধরে শরীরচর্চার দিকে ঝুঁকেছেন। থ্রোব্যাকে ফের ভেসে উঠল তাঁর পোল ডান্সের ভিডিও। 

আরও পড়ুনঃসিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা, সিবিআই-এর চড় রিয়াকে, টুইটে জল্পনা তুঙ্গে

 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral