Janhvi Kapoor In Pool: জলের নিচে স্পষ্ট সুডৌল স্তনের খাঁজ, হল্টার নেক বিকিনিতে তীব্র শরীরী মোচড় জাহ্নবীর

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে। নীল জলে স্পষ্ট ফুটে উঠেছে শরীরের খাঁজ। হলুদ রঙের ফ্লাওয়ার প্রিন্টেড বিকিনিতে কখন ক্যামেরার দিকে তাকিয়ে, কখনও আবার চোখ বন্ধ করে, আবার কখনও আনমনা হয়ে ছবিতে পোজ দিয়েছেন জাহ্নবী।

বলিউডে  শ্রীদেবী কন্যা (janhvi kapoor) হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী (janhvi kapoor) । মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী কাপুর (janhvi kapoor) । 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে। নীল জলে স্পষ্ট ফুটে উঠেছে শরীরের খাঁজ। হলুদ রঙের ফ্লাওয়ার প্রিন্টেড বিকিনিতে কখন ক্যামেরার দিকে তাকিয়ে, কখনও আবার চোখ বন্ধ করে, আবার কখনও আনমনা হয়ে ছবিতে পোজ দিয়েছেন জাহ্নবী (janhvi kapoor)  । খোলা চুলে, ভেজা শরীরে জাহ্নবীকে দেখা মাত্রই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Latest Videos

 

 

নীল জলে ঠিক যেন জলপরী। প্রিন্টেড বিকিনিতে জাহ্নবীকে (janhvi kapoor) দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। । হলুদ ফ্লোরাল বিকিনিতে খোলা চুলে লাস্যময়ী জাহ্নবী রাতের ঘুম কেড়েছে পুরুষদের। সুপার সেক্সি অবতারে বক্ষ বিভাজিকায় যেন আগুন জ্বলছে। উপচে পড়ছে ভরা যৌবন। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই যেন  সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত।

আরও পড়ুন-Happy Birthday Minissha Lamba: উঠেছিল চুরির অভিযোগ, অভিনেত্রী না হয়ে কেন সাংবাদিক হতে চেয়েছিলেন মিনিশা

আরও পড়ুন-Urfi Javed Hot Photos : বুকচেরা পোশাক উন্মুক্ত নাভি, 'অন্তর্বাস' ছাড়াই শরীর দেখাতে ব্যস্ত উরফি

আরও পড়ুন-Malaika-Arjun : সেক্সি পোজেই বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন মালাইকা-অর্জুন, ধরা দিলেই মুম্বইয়ের রাস্তায়

 

মাত্র ২ বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছেন জাহ্নবী (janhvi kapoor) । বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। তারপর থেকেই থেমে নেই জাহ্নবী। বেশ কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের ছাপ ফেলেছেন শ্রীদেবী কন্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীদেবী কন্যা। স্টাইল স্টেটমেন্ট থেকে সেক্সি ফিগারের কার্ভসের নেশায় বুঁদ নেটিজেনরা। কখনও স্তনযুগলের একাংশ আবার কখনও অনাবৃত উরু,কখনও আবার ব্যাকলেসে, বিকিনি বেব-এর সেক্সি অ্যাটায়ারে রীতিমতো ভিড়মি খাচ্ছেন নেটিজেনরা। প্রতিটি ছবিই ভাইরাল অন্তর্জালে। হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এছাড়াও রাজকুমার রাও ও বরুণ শর্মা ছবিতে অভিনয় করেছেন। আপকামিং 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুর।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন