নীতুর অনামিকায় হারিয়েছিলেন ঋষি, ধার করা আংটি দিয়েই হয়েছিল এনগেজমেন্ট

  • ঋষি কাপুর এবং নীতু সিং এর তখনও এক হয়নি পদবি 
  •  একদিকে কাপুর পরিবারের কড়া নিয়ম, সঙ্গে  নীতু  মা রাজি সিং এর নজরদারি
  • ঋষির সঙ্গে নীতু কোথাও ডেটে গেলে, নীতুর মা রাজি সিং  সঙ্গে পাঠিয়ে দিতেন নীতুর ভাইকে 
  •  তবে সব বাঁধা কাটিয়ে  আংটি ধার করে ঋষি কাপুর পরিয়ে দিয়েছিলেন নীতু সিং-এর অনামিকায়  


ঋষি কাপুর এবং নীতু সিং এর তখনও এক হয়নি পদবি। মানে তখন সাত পাকে বাঁধা পড়েননি তখনও। যদিও পড়াটা অত সহ ছিল না। একদিকে কাপুর পরিবারের কড়া নিয়ম। অপর দিকে, ঋষির সঙ্গে নীতু কোথাও ডেটে গেলে, নীতুর মা রাজি সিং তাঁদের সঙ্গে পাঠিয়ে দিতেন নীতুর ভাইকে। তবে তাঁদের ভালোবাসার মধ্য়ে কিছু ঘটনা অবশ্য় ফিল্মি ছিল। এনগেজমেন্টে দেওয়ার মত আঙটিও ছিল না ঋষির কাছে। তাই ধার করেছিলেন আঙটি, স্বয়ং ঋষি কাপুর। তাই বাধা তো বিলক্ষণ ছিল। তবে দীর্ঘ প্রেম পর্বে সে বাঁধা যে কিছুই আসর জমাতে পারেনি, তার প্রমাণ তামাম ভারতবাসী দেখেছে। 

 

Latest Videos

 

আরও পড়ুন, 'আমার নতুন ছবি 'কয়েদখানা'তে অভিনয়ের কথা ছিল ইরফানের', অনেক অজানা কথা বললেন পরিচালক গৌতম ঘোষ


অন্যের কাছ থেকে আংটি ধার করে ঋষি কাপুর পরিয়ে দিয়েছিলেন নীতু সিং-এর অনামিকায়। অবশেষে কপূর পরিবারের তরফেই বাগদানের অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৯৭৯ সালে দিল্লিতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হঠাৎই আংটি বদল হল ঋষি ও নীতুর। এ কথা জানার পরেও নীতু তাঁকে ছেড়ে যাননি। তিনি এতটাই ভালবাসতেন ঋষি কাপুরকে। টানা ৪ বছর চলল প্রেমপর্ব। তিনি নাকি শুধুই ডেট করবেন বলে নীতুকে জানালেন ঋষি। 

 

 

আরও পড়ুন, 'অস্ট্রেলিয়াতে প্রত্য়েক সন্ধেবেলা ওনার থেকে মজার গল্প শুনতাম', ঋষি কাপুরের মৃত্যুতে স্মৃতির শহরে ঋতুপর্ণা


কমিটমেন্টের আতঙ্কে বিয়ের ধারেকাছেই গেলেন না ঋষি কাপুর। অপরদিকে বিয়ের সিদ্ধান্তে নীতুর মনেও সংশয় ছিল। তিনি শ্বশুরবাড়ি চলে গেলে মাকে বা দেখবে কে । এই সমস্যার সমাধান করেন ঋষি কাপুরই। তিনি রাজীকে প্রস্তাব দেন বিয়ের পরে তাঁদের সঙ্গে থাকার জন্য়। ঋষি ও নীতুর সম্পর্ক নিয়ে আপত্তি ছিল নীতুর মা রাজী সিংহের। কারণ নীতু ই সংসারের একমাত্র উপার্জকারী ছিলেন। তবে সব সমস্য়ার শেষ পর্যন্ত সমাধান আসে। কমিটমেন্টের আতঙ্ক কাটিয়ে শেষে আর না পেরে ঋষি টেলিগ্রাম করেন নীতুকে। টেলিগ্রাম পেয়ে নীতু আনন্দে আত্মহারা। এতদিনে প্রেমিক মনের কথা জানাল বোধয়। ১৯৮০ সালে সাত পাকে বাঁধা পড়েন ঋষি-নীতু। এরপর পদবি মিলে মিশে একাকার। 


আরও পড়ুন, 'আমার নতুন ছবি 'কয়েদখানা'তে অভিনয়ের কথা ছিল ইরফানের', অনেক অজানা কথা বললেন পরিচালক গৌতম ঘোষ

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল