Budget General Knowlwdge-বাজেট নিয়ে সাধারণ জ্ঞান বাড়াতে চান, তার জন্য রইল ২০ টি প্রশ্ন-উত্তর পর্ব

১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে ইউনিয়ন বাজেট। এই বাজেটকে ঘিরে জেনারেল নলেজ বাড়াতে চান। তাহলে দেখে নিন বাজেট সংক্রান্ত এই ২০ টি প্রশ্ন-উত্তর। 

আর মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই ১ ফেব্রুয়ারি সংসদে ২০২২-২৩ অর্থবর্ষে ইউনিয়ন বাজেট (Union Budget) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাধারণ মানুষ থেকে বাণিজ্য মহল সকসলেই তাকিয়ে রয়েছে এই সাধারণ বাজেটের দিকে। অতিমারি পরিস্থিতিতে কেন্দ্রের ইউনিয়ন বাজেটে কতটা সুরাহা হয় সকলের সেই আশাতেই বুক বাঁধছে। প্রত্যেক বাজেটের আগে যেমন ইকোনমিক সার্ভে হয়ে থাকে, ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটের আগেও এই সার্ভে করা হয়েছে। সেখান থেকেই বাজেট কেন্দ্রীক একাধিক প্রশ্ন উঠে আসে। জেনারেল নলেজ (General Knowledge) বা সাধারণ জ্ঞানের জন্য বাজেট সংক্রান্ত ২০ টি প্রশ্ন  আজ আপনাদের জন্য নিয়ে এসেছি।  

আসুন দেখে নেওয়া যাক জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের জন্য বাজেটকে ঘিরে কী কী ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। 

Latest Videos

আরও পড়ুন-Budget 2022: সাংসদদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক, বসার জায়গাও আলাদা, একাধিক পরিবর্তন বাজেট অধিবেশনে

আরও পড়ুন-Union Budget 2022: ২৯ টি অধিবেশন, সাড়ে ৭৯ ঘন্টা - চলবে জনগণের সমস্যা নিয়ে আলোচনা

আরও পড়ুন-Union Budget 2022: বাড়তে পারে আয়কর ছাড়ের সীমা, বদলাতে পারে স্ল্যাবের সমীকরণও

১. প্রশ্নঃ  এক কথায় বাজেট বলতে আমরা কী বুঝি..

    উত্তরঃ ভবিষ্যতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সকলের উদ্দেশ্যে সেই আর্থিক প্ল্যান ঘোষণা করা। 

২.  প্রশ্নঃ বাজেটে গ্রিন মিশনের আওতায় কী কী থাকে

       উত্তরঃ টমেটো, পেঁয়াজ আর আলুর উৎপাদন

৩.প্রশ্নঃ অর্গানিক ফার্মিং-র জন্য ৫ লাখ একর জমি কোন যোজনার আওতায় নিয়ে আসা হয়..

   উত্তরঃ প্রমাপরাগত কৃষিবিকাশ যোজনা

৪. প্রশ্নঃ পরিকাঠামোগত সমস্যা, পিপিপি এবং পাবলিক ইউটিলিটিসের সমস্যা সমাধানের জন্য কোন বিল পাশ করা হয়...

    উত্তরঃ পাবলিক ইউটিলিটি রিসলিউশন অফ ডিসপুটস বিল

৫. প্রশ্নঃ কোন স্কিমের অধীনে সাধারণ বীমা প্রকল্পগুলিতে পরিষেবা কর ছাড় দেওয়া হয়

     উত্তরঃ নির্মায়া স্কিম

৬.প্রশ্নঃ ২০২২-২৩ অর্থ বর্ষের আর্থিক পরিস্থিতির সঙ্গে  কোন বিষয়টি প্রাসঙ্গিক...

  উত্তরঃ তিনটি ভাগে করা হবে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটকে।  একত্রিত তহবিল, কন্টিজেন্সি ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্ট। সরকারের থেকে আশা রজস্ব, সরকার কতৃক ঋণ গ্রহণ ভারতের কনসোলিটেড ফান্ড বা একত্রিত ফান্ডে জমা হয়। সংবিধানের ১১২ ধারায় সরকারকে প্রত্যেক অর্থবছরের আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপন করতে হবে।

৭. প্রশ্নঃ কোন যোজনার আওতায় সুদের হার সামান্য ও ফসল নষ্টের জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ পাওয়া যায়..

    উত্তরঃ পিএম ফসল বীমা যোজনা

৮. প্রশ্নঃ মুদ্রা যোজনার সঙ্গে কোন বিষয়টি প্রাসঙ্গিক

     উত্তরঃ প্রাথমিকভাবে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্কের  সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা হিসাবে ১০০ শতাংশ মূলধন দিয়ে গঠিত হয়েছে। মুদ্রা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই যোজনায় ঋণ পাওয়া যায়। একটি নির্দিষ্ট মূল্যের ঋণ পাওয়া যায় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। ঋণ পরিশোধের সর্বোচ্চ সীমা ৭ বছর। 

৯. প্রশ্নঃ কোন প্রকল্পটি খামারে গবাদি পশুর গোবর এবং কঠিন পদার্থকে কম্পোস্ট, সার, জৈব-গ্যাস এবং বায়ো-সিএনজিতে রূপান্তরের সাথে সম্পর্কিত

    উত্তরঃ গ্যাসভানাইজিং অরগানিক বায়ো-অগ্র  রিসোর্সেস ধন

১০. প্রশ্নঃ বাজেট,বাজেটিং ও  বাজেটারি কন্ট্রোল বলতে কী বোঝা যায়

      উত্তরঃ বাজেট নিয়ন্ত্রণ হল বাজেটের ভিত্তিতে কর্মক্ষমতা অর্জন

১১. প্রশ্নঃ ২০১৮-১৯ অর্থবর্ষে অরুণ জেটলির বাজেটের পেশে কীসের ভিত্তিতে ভারত তৃতীয় স্থানে ছিল

      উত্তরঃ পার্চেসিং পাওয়ার প্যারিটি বা পিপিপি

১২. প্রশ্নঃ পিআরআইএস-এ সরকারের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য কোন প্রকল্পকে নতুন করে সাজানো হয়েছে...

      উত্তরঃ রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান

১৩. প্রশ্নঃ ২০২১৮-১৯-এর বাজেটে কোন তিনটি সাধারণ বীমা কোম্পানি একটি বীমা কোম্পানির আওতায় চলে এসেছিল

       উত্তরঃ ইউটিআই, ওরিয়েন্টাল ইন্সিওরেন্স ও ন্যাশনাল ইন্সিওরেন্স

১৪.প্রশ্নঃ  ফিসক্যাল ফেডারালিজমের অর্থ কী

    উত্তরঃ ফেডারাল সরকারি সিস্টেমের আওতায় বিভিন্ন সরকারি ইউনিটগুলোর মধ্যে আর্থিক সম্পর্ককে বোঝায়। 

১৫. প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে

      উত্তরঃ শানমুখ চেট্টি

১৬. প্রশ্নঃ ইউনিয়ন বাজেটের সঠিক উপাদান কোনটি

      উত্তরঃ রেভিনিউ বাজেট ও ক্যাপিটাল বাজেট

১৭. প্রশ্নঃ কোন স্কিমের আওতায় ৩০০ গ্রামীণ ক্লাস্টার  স্থাপন করা হয়..

     উত্তরঃ শ্যামা প্রসাদ মুখার্জি মিশন

১৮.প্রশ্নঃ  ভারতীয় বাজেটের প্রধান উদ্দেশ্যের তালিকায় কোনটিকে গুরুত্ব দেওয়া হয় না 

     উত্তরঃ সামাজিক স্থিতিশীলতা অর্জন

১৯. প্রশ্নঃ কী কারনে ভারতের কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি হয়

     উত্তরঃ স্পোর্টস ইউটিলিটি যানবাহনের উপর আবগারি শুল্ক কমানো। সোনার দামে শুল্ক কমানো। পেঁয়াজের রপতানি বন্ধ। 

২০.  প্রশ্নঃ জিরো বেসড বাজেট বা ZBB-র ক্ষেত্রে কোন বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়। 

       উত্তরঃ ১৯৮৭ সালের প্রথম বাজেটে জিরো বেসড বাজেট বা ZBB-র বিষয়টি উত্থাপন করা হয়। সরকারের বিভিন্ন খাতে খরচের হিসাবের গুরুত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়। 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia