খারাপ খবর! চাকরি যাবে ২ লক্ষ ব্যাঙ্ক কর্মীর, বিরাট পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টরে
আগামী ৩-৫ বছরে বিশ্ব জুড়ে ব্যাঙ্কিং সেক্টরে প্রায় ২ লক্ষ কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুমবার্গ ইন্টিলিজেন্সের সমীক্ষা অনুযায়ী, পুনরাবৃত্তিমূলক কাজে নিয়োজিত কর্মীদের ঝুঁকি বেশি এবং এআই এই পরিবর্তনের অন্যতম কারণ।
নতুন বছরে ব্যাঙ্ক খোলা ও বন্ধের নিয়মে এসেছে পরিবর্তন। সপ্তাহে ২ দিন করে ব্যাঙ্ক বন্ধের পথে কর্তৃপক্ষ।
ব্যাঙ্কের সপ্তাহে ২ ছুটির কথা সামনে আসতেই খুশির হাওয়া দেখা যায় সর্বত্র। এরই মাঝে এল এক খারাপ খবর।
জানা গিয়েছে, চাকরি যাবে ২ লক্ষ ব্যাঙ্ক কর্মীর, বিরাট পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টরে। প্রকাশ্যে এল এমনই এক রিপোর্ট।
আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে বিশ্ব জুড়ে ব্যাঙ্কিং সেক্টরে ২ লক্ষ কর্মী ছাঁটাই হবে বলে খবর। ব্যাক অফিস, মিডল অফিস এবং অপারেশন পদে যারা কাজ করছেন তাদের চাকরি ঝুঁকিতে।
শীঘ্রই কাস্টমার সার্ভিসে বড় পরিবর্তন আসছে। যে সব কর্মীরা কেওয়াইসি ভেরিফিকেশনের কাজ করেন তাদের চাকরি ঝুঁকিতে।
গত কয়েক বছর ধরেই আইটি সিস্টেম ঢেলে সাজানোর কাজ করেছে ব্যাঙ্ক। এবার ব্যাঙ্কিং সেক্টরে আসছে বিরাট পরিবর্তন।
সদ্য বিশ্বের তাবড় তথ্য প্রযুক্তি কর্তাদের নিয়ে সমীক্ষা করেছে ব্লুমবার্গ ইন্টিলিজেন্স। সেখানে উঠে এসেছে এই তথ্য।
রিপোর্ট দাবি করছে আগামী ৩-৪ বছরে ২ লক্ষ কর্মী ছাঁটাই হবে ব্যাঙ্কে। আর সেখানে জায়গা নেবে এআই।
সমীক্ষা করেছে ব্লমুবার্গ ইন্টেলিজেন্স (বিআই)। এই সংস্থার সিনিয়র বিশ্লেষক ও লেখক টোমাস নোটজেন এই নিয়ে মন্তব্য করেন।
নোটজেল মনে করেন, যে সব চাকরিতে পুনরাবৃত্তি আছে অর্থাৎ একই কাজ বারে বারে করতে হয় সেই সব চাকরির ঝুঁকি বেশি।
তিনি বলেছেন, এআই সমস্ত চাকরিকে কুক্ষিগত করে ফেলবে এমন না। বরং কর্মশক্তিকে নতুন খাতে নিয়ে ফেলবে।
সহজ কথায় আগামী কয়েক বছরের মধ্যে ব্যাঙ্কিং সেক্টরে বিরাট পরিবর্তন আসছে। এই পরিবর্তন আসবে বিশ্ব জুড়ে।