Mutual Fund: চলতি বছরে ৪০ শতাংশের বেশি রিটার্ন এবং হাতে মোটা অঙ্ক! কোন ফান্ডগুলি দিয়েছে জানেন?

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে অবশ্যই কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি। আর কোন কোন ফান্ড বিশাল রিটার্ন দিচ্ছে, সেগুলো সম্পর্কেও অবগত থাকা উচিত।

Subhankar Das | Published : Dec 17, 2024 12:53 PM IST
110
সঠিক ফান্ড নির্বাচন করে বিনিয়োগ করলে হয়ে যেতে পারেন মালামাল

হাতে আসতে পারে প্রচুর টাকা।

210
দুর্দান্ত রিটার্ন

চলতি ২০২৪ সালে এমন ৯টি লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড রয়েছে, যা বিনিয়োগকারীদের ৩০%-রও বেশি রিটার্ন দিয়েছে।

310
অন্যদিকে আরও ৩টি ফান্ড রয়েছে

যেগুলি ২০২৪ সালে, ৪০%-রও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

410
মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড (Motilal Oswal Large & Midcap Fund)

এই ফান্ডটি ২০২৪ সালে, রিটার্ন দিয়েছে ৪৬.৫৫%। অপরদিকে এইচএসবিসি লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড (HSBC Large & Midcap Fund) থেকে পাওয়া গেছে ৪২.৭৭% রিটার্ন।

510
ইনভেসকো ইন্ডিয়া লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড (Invesco India Large & Mid Cap Fund)

৪০.৮৮% রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা। অন্যদিকে, বন্ধন কোর ইকুইটি ফান্ড থেকে বিনিয়োগকারী ৩২% রিটার্ন পেয়েছেন।

610
ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড

এই ফান্ডটি থেকে ২০২৪ সালে, ৩১.২৯% রিটার্ন মিলেছে। ওদিকে এলআইসি এমএফ লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড থেকে ২০২৪ সালে, পাওয়া গেছে ৩১.১০% রিটার্ন।

710
বরোদা বিএনপি পরিবাস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড

চলতি বছরে এই ফান্ডটি থেকে ৩০.৭৯% রিটার্ন মিলেছে।

810
কানাড়া রোবেকো এমার্জিং ইকুইটিজ ফান্ড

এখান থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন ৩০.৬১% রিটার্ন।

910
নিপ্পন ইন্ডিয়া ভিশন ফান্ড

এটি থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন প্রায় ৩০.১৯% রিটার্ন।

1010
তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকিসাপেক্ষ একটি বিষয়

তাই অবশ্যই টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos