সিগারেটের পর কি এবার বাড়বে পান মসলার দাম? জিএসটি কাউন্সিলের বৈঠকে কোন কোন জিনিসের দাম বাড়ার সম্ভাবনা?

পান মসলার উপর কর ফাঁকি ঠেকাতে এবার নতুন কর কাঠামো আনতে পারে কাউন্সিল। গুটখা, পান মসলা জাতীয় দ্রব্যের উপর বসতে পারে অতিরিক্ত করও।

১৮ ফেব্রুয়ারি শনিবার শুরু হল ৪৯ তম জিএসটি কাউন্সিলের বৈঠক। দিল্লির বিজ্ঞান ভবনে চলছে বৈঠক। আজকের বৈঠকের পরই জানা যাবে কীসের দাম কমবে আর দাম বাড়বে কোন কোন জিনিসের। এবার বৈঠকে মূল লখ্য হল বাজারজাত পণ্যের উপর জিএসটি কমানো এবং পান মসলার উপর কর ফাঁকি ঠেকানো। সেক্ষেত্রে বাড়তে পারে পান মসলা এবং তামাকজাত দ্রব্যের দাম। পান মসলার উপর কর ফাঁকি ঠেকাতে এবার নতুন কর কাঠামো আনতে পারে কাউন্সিল। গুটখা, পান মসলা জাতীয় দ্রব্যের উপর বসতে পারে অতিরিক্ত করও। ফলে দাম বাড়তে পারে এই জাতীয় দ্রব্যের। শুধু পান মসলা নয়, তামাকজাত দ্রব্যের উপরও বসতে পারে বাড়তি কর। সেক্ষেত্রে ফের সিগারেটের দাম বাড়ার সম্ভাবনা থাকছে।

কোন কোন জিনিসের দাম বাড়তে পারে?

Latest Videos

পান মসলার উপর কর ফাঁকি ঠেকাতে এবার নয়া পরিকল্পনা আনতে পারে কাউন্সিল। নয়া প্রস্তাব অনুযায়ী খুচরো ব্যবসায়ীদের বেশি কর না দিতে হলেও অতিরিক্ত কর দিতে হবে পান মসলা প্রস্তুতকারক সংস্থাকে। অন্যদিকে তামাকজাত দ্রব্য যেমন হুক্কা, তামাকের উপর আলাদা আলাদা ভাবে ট্যাক্স বসানো হতে পারে। বর্তমানে তামাকজাত দ্রব্যের উপ জিএসটি দিতে হয় ২৮ শতাংশ। নতুন পরিকল্পনা অনুযায়ী খুচরো বিক্রেতার উপর সর্বোচ্চ কর বসতে পারে ৬৯ শতাংশ। এছাড়া দাম বাড়তে পারে ব্যাঙ্কের চেক বুক দেওয়ার ক্ষেত্রে, হাসপাতালের বেডের দামও বাড়তে পারে। এলইডি লাইটের দাম বাড়ারও সম্ভাবনা আছে। এছাড়া রান্নাঘরের স্টিলের চামচ, ছুরি, পাম্প ইত্যাদিরও দাম বাড়তে পারে।

দাম কমতে পারে কোন কোন জিনিসের?

বাজররা জাতীয় দ্রব্যের উপর জিএসটি কমানোর সম্ভাবনা থাকছে। বর্তমানে এই পণ্যের উপর জিএসটি আরোপিত হয় ১৮ শতাংশ। যা কমে হতে পারে পাঁচ শতাংশ। এছাড়া খোলা জায়গায় বিক্রি হওয়া বাজরার উপর জিএসটি বাতিলের সুপারিও হতে পারে। এছাড়া দাম কমতে পারে প্যাকেটজাত খাদ্যের। সস্তা হতে পারে রোপওয়ে রাইড, অর্থোপেডিক মেশিন, প্রতিরক্ষা খাতে ব্যবহৃত নানা দ্রব্য, সিমেন্ট, লেখার কাগজ ইত্যাদি।

আরও পড়ুন - 

ভারত-UAE সম্পর্কে নতুন মোড়, আবুধাবিতে প্রথম বাণিজ্য ইউনিট ভারতের

দ্বিতীয় বিয়ের জন্যই কি নিক্কিকে খুন? ২০২০তে মন্দিরে সাহিল বিয়ে করেছিল প্রেমিকাকে

একটা সম্পত্তিওয়ালা বুড়ো নিউইয়র্কে বসে আছে: আমেরিকান শিল্পপতি জর্জ সোরসকে সরাসরি আক্রমণ বিদেশমন্ত্রী জয়শঙ্করের

 

Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার