লাফিয়ে বাড়ছে স্বাস্থ্য বিমার খরচ, ৫ লক্ষের বিমা পেতে প্রিমিয়াম দিতে হবে ১ লক্ষের বেশি, মাথায় হাত সাধারণ মানুষের

স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চিকিৎসার খরচ বৃদ্ধির কারণে বিমা কোম্পানিগুলি এই পদক্ষেপ নিয়েছে, যার ফলে মধ্যবিত্তের আর্থিক চাপ বেড়েছে।
Sayanita Chakraborty | Published : Nov 9, 2024 8:45 AM IST
110

লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বাস্থ্য বিমার খরচ। প্রিমিয়ামের ওপরে ১৮ শতাংশ জিএসটি কমিয়ে শূন্যে নামানোর উদ্যোগ যখন শুরু হয়েছে, তখন হঠাৎ বেড়ে গেল প্রিমিয়াম।

210

শিল্প সূত্রের খবর, অধিকাংশ বিমা সংস্থাই স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বাড়াচ্ছে। কিছু ক্ষেত্রে বেড়ে গিয়েছে, বাকিটা শীঘ্রই বাড়বে।

310

এবার থেকে ৭০ বছরের প্রবীণ নাগরিকদের ৫ লক্ষ টাকার বিমার ক্ষেত্রে জিএসটি নিয়ে প্রিমিয়ামের হার ঠিক করেছে ১,০৪,৮৪৭ টাকা।

410

অনেক ক্ষেত্রে ৬১ থেকে ৬৫ বছরের প্রবীণদের জন্য প্রিমিয়ামের ধাপ আলাদা। তাদের ৫ লক্ষ টাকা বিমায় অধিকাংশ সময় দিতে হচ্ছে ৩৪,০০০ টাকা থেকে ৩৯,০০০ টাকা। সূত্রের খবর এবার এর ওপর ১০ শতাংশ প্রিমিয়াম খরচ বাড়বে।

510

এ প্রসঙ্গে ন্য়াশনাল ইনশিওরেন্সের জেনারেল ম্যানেজার কস্তুরী সেনগুপ্ত বলেন, ডিসেম্বর থেকে প্রিমিয়াম বাড়বে। তবে, সব প্রকল্পের নয়। লোকসান ঠেকাতে নির্দিষ্ট কয়েকটি গড়ে ৭ থেকে ৮ শতাংশ বাড়ানো হবে।

610

তেমনই, নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে প্রবীণদের প্রিমিয়াম বাড়ছে ১০ শতাংশ।

710

বিমা সংস্থার কর্তারা বলেছেন, চিকিৎসার খরচ দ্রুত বাড়ছে বলেই এই খরচ বাড়ানো হয়েছে। প্রিমিয়াম না বাড়ালে বিমা ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে।

810

এদিকে অনেকেই দাবি করেছেন, এ দেশে ৫ লক্ষ টাকার বিমা কিছুই নয়। হাসপাতাল ৪ থেকে ৫ দিনের মধ্যে ৫ লক্ষ টাকা নিয়ে নেয়। তাই প্রয়োজন আরও বেশি টাকার বিমা করানো।

910

এদিকে কেন্দ্র ২০৮৭ সালের মধ্যে দেশের সকলকে স্বাস্থ্য বিমার আওতায় আনর লক্ষ্য স্থির করেছে। অথচ প্রিমিয়ামের খরচ বৃদ্ধির কারণে কমছে গ্রাহকের সংখ্যা।

1010

সে যাই হোক, বাড়ছে স্বাস্থ্য বিমার খরচ। যা নিয়ে চিন্তায় মধ্যবিত্ত। প্রায় ১০ শতাংশ খরচ বাড়ছে বলে খবর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos