ব্যাঙ্কে এর বেশি টাকা রাখলেই দিতে হবে জরিমানা? সারাদিনে করা যাবে না এর বেশি লেনদেন, নিয়ম বেঁধে দিল কেন্দ্র

ব্যাঙ্কে এর বেশি টাকা রাখলেই দিতে হবে জরিমানা? সারাদিনে করা যাবে না এর বেশি লেনদেন, নিয়ম বেঁধে দিল কেন্দ্র

Anulekha Kar | Published : Dec 16, 2024 3:07 PM
19

জানেন কি সেভিংস অ্যাকাউন্টে এর বেশি টাকা রাখলেই দিতে হবে মোটা টাকা! একটি নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা কোনও মতে রাখা চলবে না আপনার সেভিংস অ্যাকাউন্টে। রাখলেই জবাব দিতে হবে আয়কর দফতরকে।

29

ঠিক কত টাকা রাখলে আর এই সমস্যার মুখে পড়তে হবে না সেই তথ্যই দিয়েছেন ফিনান্স বিশেষজ্ঞরা। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে আর পড়তে হবে না সমস্যার মুখে।

39

এ ছাড়া টাকা তোলার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট অঙ্ক বেঁধে দিয়েছে কেন্দ্র। একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের বেশি টাকা তুললেও টাকা দিতে হবে আয়কর দফতরকে!

49

পার্সোনাল ফিনান্স বিশেষজ্ঞদের মতে, কোনও আর্থিক বছরে কোনও সেভিংস অ্যাকাউন্টে মোট ১০ লক্ষ টাকার বেশি রাখা উচিত নয়। এ ছাড়া টাকা তোলার ক্ষেত্রেও রয়েছে নতুন নিয়ম।

59

কোনও ব্যক্তি একদিনে কোনও লেনদেনে বা কোনও ইভেন্ট সংক্রান্ত লেনদেনে কোনও ব্যক্তির কাছ থেকে মোট ২ লক্ষ টাকা বা তার বেশি নগদ তুলতে পারেন না।

69

যদি কোনও আর্থিক বছরে ১ এপ্রিল থেকে ৩১ মার্চের মধ্যে আপনার সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা থাকে, তাহলে আপনাকে আয়কর বিভাগকে জানাতে হবে। 

79

একাধিক অ্যাকাউন্টে ছড়ানো থাকলেও এ ধরনের লেনদেন জানাতে হবে আয়কর দফতরকে নইলে মোটা টাকা জরিমানা হতে পারে।

89

ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আয়কর আইন, 1962-এর ধারা 114B এর অধীনে আয়কর বিভাগকে ১০ লক্ষ টাকার বেশি রাখলেই জানাতে হবে।

99

এছাড়াও দিনে ৫০ হাজার টাকার বেশি জমা দিতে গেলে প্যান নম্বর দিতে হবে। প্যান না থাকলে বিকল্প হিসেবে ফর্ম ৬০/৬১ জমা দিতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos