মূল্যবৃদ্ধির মধ্যেই সুখবর! একসঙ্গে ৫৪টি জীবনদায়ী ও প্রয়োজনীয় ওষুধের দাম কমাচ্ছে ভারত সরকার

Published : Jun 15, 2024, 06:14 PM ISTUpdated : Jun 15, 2024, 06:18 PM IST
Corona patients cured with these 8 medicines in India HCQ remdesivir KPS

সংক্ষিপ্ত

ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথারিটির ১২৪তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই সংস্থা। 

মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও স্বস্তি! একসঙ্গে ৫৪টি জীবনদায়ী ও প্রয়োজনীয় ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিতে ভারত সরকার। ৫৪টি ওষুধ ও ফর্মুলেশনের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব ওষুধের দাম কমানো হয়েছে তার মধ্যে রয়েছে মাল্টি ভিটামিন, ডায়াবেটিস , অ্যান্টিবায়োটিক, হার্ট ও কানের রোগের চিকিৎসার ব্যবহৃত ওষুধ। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস করা মধ্যবিত্ত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে।

ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথারিটির ১২৪তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই সংস্থা। বৈঠকে ৫৪টি ওষুধের ফর্মুলেশন ছাড়াও আরও ৮টি বিশেষ ওষুধের দামও কমানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত মাসেও অনেকগুলি প্রয়োজনীয় ওষুধের দাম কমিয়েছিল যার মধ্যে ছিল ৪১টি সাধারণ ও ৬টি বিশেষ ওষুধ। সেই সময়ও অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবেটিশ, হার্টের ওধুষের দাম কমানো হয়েছিল। এছড়াও লিভারের ওষুধ , গ্যাস, অ্যাসিডিটি , ব্যাথার ওষুধ, অ্যালার্জির ওষুধও সস্তা করেছিল কেন্দ্রীয় সরকার।

বিশেষজ্ঞরা মনে করছেন, এনপিপিএ-এর এই সিদ্ধান্ত থেকে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারে। কেননা বর্তমানে দেশে ডায়াবিটিস রোগীর সংখ্যাটা ১০ কোটির বেশি। ডায়াবিটিসের রোগীদের নিয়মিত ওষুধ খেতে হয়। সেই পরিস্থিতিতকে শুধু ডায়াবিটিসের ওষুধের দাম কমায় উপকৃত হতে চলেছেন প্রায় ১০ কোটি মানুষ।

 

PREV
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত