ফের দাম বেড়ে গেল বাংলার ডেয়ারি দুধের‍! এবার লিটার প্রতি কত টাকা দিতে হবে জানেন?

রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলার ডেয়ারি দুধের ডবল টোন, স্ট্যান্ডারাইজড দুধ এবং গরুর দুধ, তিন প্রকার দুধের দামই বৃদ্ধি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ‘বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি’ বাংলার ডেয়ারি (Banglar Dairy Milk Price) দুধের দাম অনেকদিন ধরে এক রাখা হলেও এবার তা আর সম্ভব হলো না। এর আগে দেশের জনপ্রিয় বিভিন্ন সংস্থা তাদের দুধের দাম অনেকটাই বৃদ্ধি করেছে। এক্ষেত্রে কিছুদিন পরে হলেও বাংলার ডেয়ারি দুধের দামও শেষমেষ বৃদ্ধি করতে হলো। মাদার ডেয়ারি দুধের অনুকরণে মূলত পশ্চিমবঙ্গের এই বাংলার ডেয়ারি দুধ।

দেশের বিভিন্ন রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার ডেয়ারি দুধ চালু করা হয়েছে। দুধ সরবরাহকারী সাধারণ বাংলার মানুষদের থেকে সরাসরি দুধ নিয়ে তা প্রস্তুত করে প্যাকেটজাত করার পর বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। ধীরে ধীরে বাংলার ডেয়ারি দুধের জনপ্রিয়তা এখন অনেকটাই বেড়েছে। তবে এরই মধ্যে দাম বৃদ্ধি রীতিমত গ্রাহকদের কাছে বেশ ধাক্কার।

Latest Videos

রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলার ডেয়ারি দুধের ডবল টোন, স্ট্যান্ডারাইজড দুধ এবং গরুর দুধ, তিন প্রকার দুধের দামই বৃদ্ধি করা হয়েছে। তিন ধরনের দুধের ক্ষেত্রেই এবার লিটার প্রতি এক টাকা করে বেশি খরচ হবে ক্রেতাদের। তবে যেখানে মাদার ডেয়ারি, আমুল লিটারে দু’টাকা করে দাম বৃদ্ধি করেছে সেই জায়গায় বাংলার ডেয়ারি লিটারে এক টাকা করে দা বৃদ্ধি করলো।

সংস্থার ওয়েবসাইট থেকে দামের যে তালিকা পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে এখন, বাংলার ডেয়ারির লুজ দুধ এক লিটারের জন্য খরচ করতে হবে ৩৭ টাকা, ৫০০ এমএল টোন দুধের জন্য খরচ করতে হবে ২৫.৫০ টাকা, ২০০ এমএল টোন দুধের জন্য খরচ করতে হবে ১১ টাকা, ৫০০ এমএল গরুর দুধের খরচ পড়বে ২৪.৫০ টাকা, ৫০০ এমএল স্ট্যান্ডারাইজড দুধের দাম পড়বে ২৬.৫০ টাকা। দুধ ছাড়াও এই সংস্থার আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। যেমন পনির, আইসক্রিম, জল ইত্যাদি।

গত কয়েক মাস ধরেই দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নামিদামি সংস্থাগুলি। আর এই সিদ্ধান্তের ফলে দাম বেড়েছে মাদার ডেয়ারি থেকে শুরু করে অন্যান্য দুধ প্রস্তুতকারী সংস্থার দুধের। আর এবার এসবের পর দাম বৃদ্ধি পেল বাংলার ডায়েরি দুধেরও। এর ফলে এখন যারা বাংলার ডেয়ারি দুধ নিয়ে থাকেন তাদের বেশি টাকা খরচ হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
‘অপেক্ষা করুন মানুষ তৃণমূলকে বিদায় দেবে’ বিস্ফোরক শমীক ভট্টাচার্য, দেখুন কী বললেন
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি