ছয় দশকের পুরনো ১৯৬১ সালের আয়কর আইনের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ছয় মাসের মধ্যে করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বর্তমান আয়কর আইনকে সরলীকরণ সহ নানা সংস্কার নিয়ে নতুন আয়কর বিল আনতে চলেছে কেন্দ্র। আয়কর আইন সহজে বোঝা এবং পৃষ্ঠা সংখ্যা প্রায় ৬০ শতাংশ কমানোর লক্ষ্যে এই নতুন বিল আনা হচ্ছে। ছয় দশকের পুরনো ১৯৬১ সালের আয়কর আইনের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ছয় মাসের মধ্যে করা হবে বলে জুলাই মাসের বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বর্তমান আইনের সংশোধন নয়, সম্পূর্ণ নতুন আইন আনা হবে বলে সূত্রের খবর। বর্তমানে খসড়া আইনটি পরীক্ষা করে দেখছে আইন মন্ত্রণালয়। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিলটি সংসদে উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। প্রথমার্ধ ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ২০২৪-২৫ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
গত বাজেট ঘোষণা অনুযায়ী, আইন পর্যালোচনার তদারকি এবং আইনটিকে সংক্ষিপ্ত, স্পষ্ট ও সহজবোধ্য করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কর বিরোধ, আইনি লড়াই কমানোও ছিল অর্থ মন্ত্রণালয়ের লক্ষ্য। আইনটি পুনর্বিবেচনার জন্য আয়কর বিভাগ ৬,৫০০ টি প্রস্তাব পেয়েছে। ব্যক্তিগত আয়কর, কর্পোরেট কর, সিকিউরিটিজ লেনদেন কর, উপহার কর ছাড়াও - প্রত্যক্ষ কর আরোপের বিষয়টি পরিচালনা করে এমন ১৯৬১ সালের আয়কর আইনে বর্তমানে প্রায় ২৯৮ টি ধারা এবং ২৩ টি অধ্যায় রয়েছে। নতুন আইনের মাধ্যমে এটি প্রায় ৬০ শতাংশ কমানোর চেষ্টা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।