হাল ছাড়লেন প্রণয়-রাধিকা রায়, আরআরপিআর-এর বোর্ড থেকে পদত্যাগ, এনডিটিভি-র নিয়ন্ত্রণ পেতে চলেছেন গৌতম আদানি

শেষ হল একটা রূপকথার সফর। শেষ হল ভারতীয় বেসরকারি টেলিভিশন নিউজ ইন্ডাস্ট্রির সবচেয়ে উত্তেজক গল্পের রেশ। বাজার অর্থনীতির নিয়ম মেনেই এনডিটিভি-র নিয়ন্ত্রণ হারালেন প্রণয় রায় ও রাধিকা রায়।

লড়াইটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। আচমকাই আরআরপিআর-কে ঋণ দেওয়া সংস্থাকে কিনে নিয়েছিলেন গৌতম আদানি। তার কিছুদিন আগেই গৌতম আদানি-র শিবির থেকে ঘোষণা করা হয়েছিল যে এবার সংবাদমাধ্যমেও বিনিয়োগ করতে চলেছেন তারা। কীভাবে বাজারে প্রবেশ করবে আদানি গ্রুপ- এই নিয়ে প্রশ্নের অন্ত ছিল না। কানাঘুষো ছিল-ই যে এনডিটিভি-র টেলিভিশন নিউজ সাম্রাজ্যকে নিশানা করেছেন গৌতম আদানি। কয়েক মাস আগে এই বিষয়টা স্পষ্টও হয়ে গিয়েছিল। কিন্তু, লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রণয় রায় ও রাধিকা রায়- আরআরপিআর সংস্থার দুই মুখ্য উদ্যোগপতি। ঋণের বেড়াজালের অনাদায়ে যে এবার এনডিটিভি-র নিয়ন্ত্রণ তাঁদের হারাতে হচ্ছে তা বুঝতে পেরেছিলেন দুজনেই। শেষমেশ এই লড়াই-এর যবনিকা ঘটল ২৯ নভেম্বর সন্ধ্যায়। বম্বে স্টক এক্সচেঞ্জকে এনডিটিভি-র পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আরআরপিআর সংস্থার বোর্ড থেকে পদত্যাগ করেছেন রাধিকা রায় ও প্রণয় রায়। তবে. দুজনের পকেটে এনডিটিভি-র এখনও ৩২.২৬ শতাংশ শেয়ার রয়েছে। কিন্তু এই সংখ্যক অংশিদারীত্ব দিয়ে এনডিটিভি-র নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারবেন না প্রণয় রায় ও রাধিকা রায়। 

বম্বে স্টক এক্সচেঞ্জকে কি জানিয়েছে এনডিটিভি

Latest Videos

মঙ্গলবার রাতে বম্বে স্টক এক্সচেঞ্জকে এনডিটিভি যে চিঠি দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এনডিটিভি-র মূল প্রোমোটার সংস্থা আরআরপিআর প্রাইভেট লিমিটেড-এর বোর্ড ডিরেক্টরস-এর মিটিং ২৯ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেই আরআরপিআর-এর নতুন ৩ জন ডিরেক্টরের অন্তর্ভুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। এঁরা হলেন, সুদীপ্ত ভট্টাচার্য (ডিআইএন- ০০০৬৮১৭৩৩৩), সঞ্জয় পুগালিয়া (ডিআইএন-০০০৮৩৬০৩৯৮), সিন্থেল সিনায় (ডিআইএন-০২৩৩০৭৫৭)। এঁরা ইতিমধ্যেই তাঁদের দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানানো হয় এনডিটিভি-র পক্ষ থেকে। এছাড়াও এই চিঠিতে আরও উল্লেখ করে বলা হয় যে, প্রণয় রায়(ডিআইএন-০০০২৫৫৭৬) এবং রাধিকা রায় (ডিআইএন-০০০২৫৬২৫)বোর্ড অফ ডিরেক্টরস-এর পদ থেকে পদত্যাগ করেছেন।

 

অগাস্ট মাস থেকে কি হয়েছিল? কভীবে এনডিটিভি-র শেয়ার কেনায় ওপেন অফার-কে কার্যকর করেছে আদানি গ্রুপ?

চলতি বছরের ২৩ অগাস্ট আরআরপিআর-এর হাতে থাকা ২৯.১৮ শতাংশ শেয়ারের মালিকানা নিয়ে নিয়েছিল আদানি গ্রুপ। কারণ, আরআরপিআর-কে ঋণ দেওয়া বিশ্ব প্রধান কমার্শিয়াল লিমিটেড-এর মালিকানা নিয়ে নিয়েছিল আদানি গ্রুপ। আরআরপিআর-এর ২৯ শতাংশ শেয়ারের মালিকানা প্রায় নিশ্চিত হতেই আদানি গ্রুপ ঘোষণা করেছিল যে এনডিটিভি-তে তারা তাদের অংশিদারীত্ব শুধু বাড়াবেন-ই না, এর জন্য ওপেন অফার-এর ডাক দেবেন। সেবি-র নিয়ম মেনেই এই ওপেন অফার ডাক দেওয়া হবে বলে জানিয়েছিল আদানি গ্রুপ। সেবির অনুমতি নিয়েই ২২ নভেম্বর এই ওপেন অফার-কে কার্যকর করেছেন গৌতম আদানি। ৫ ডিসেম্বর পর্যন্ত এই অফার-এর সুযোগ থাকবে। এনডিটিভি-র নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে আদানি গ্রুপ-এর হাতে আরও ২৬ শতাংশ শেয়ার আসতে হবে। ওপেন অফার-এর মধ্যে দিয়ে এই ২৬ শতাংশ শেয়ার আদানি গ্রুপ তাদের ঝুলিতে পুড়বে বলে কৌশল এঁটেছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ব্যাক ডোর চ্যানেলের মধ্যে দিয়ে আদানি গ্রুপ ওপেন অফার-এ অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে সমর্থ হয়েছে এবং নিশ্চিতভাবেই আদানি গ্রুপের হাতে ২৬ শতাংশ শেয়ার আসতে চলেছে বলে খবর। প্রণয় রায় এবং রাধিকা রায়-রা এই আদানি গ্রুপের এই আগ্রাসনের সামনে যে অসহায় তা বুঝতে পেরেই আরআরপিআর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলেও সূত্রের খবর।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury