শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ।
সোমবার, অর্থাৎ ১৮ নভেম্বর ৭৭,৩৩৯.০১ পয়েন্টে গিয়ে থেমে যায় বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। সকালে যা খুলেছিল প্রায় ৭৭,৮৬৩.৫৪ পয়েন্টে। অর্থাৎ, ২৪১.৩০ পয়েন্টে নেমে গেছে সেনসেক্স। যা প্রায় ০.৩১ শতাংশ। ফলে, দিনের মধ্যে সর্বোচ্চ ৭৭,৮৮৬.৯৭ পয়েন্টে উঠেছে সূচক।
এদিন একই ছবি ধরা পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। সেখানে দিনের শেষে নিফটি পৌঁছে যায় ২৩,৪৫৩.৮০ পয়েন্টে। আর এর ফলে, ০.৩৪ শতাংশ পতন দেখা গেছে। এনএসইতে ৭৮.৯০ পয়েন্ট নেমেছে সূচক। তাই দিনের শুরুতে নিফটি দাঁড়িয়েছিল ২৩,৬০৫.৩০ পয়েন্টে। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৬০৬.৮০ পয়েন্টে উঠেছিল তার গ্রাফ।
বিএসই এবং এনএসই, দুটি বাজারেই দিনভর অস্থিরতা লক্ষ করা গেল। এই নিয়ে টানা সাতটি সেশনে নিম্নমুখী রইল শেয়ারের সূচক। গত ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে আর কখনও টানা এতদিন পর্যন্ত, পতনের সাক্ষী হয়নি বাজার।
অন্যদিকে, ব্রোকারেজ ফার্মগুলির দাবি করছে, এদিন তথ্যপ্রযুক্তি এবং ধাতুসংকর সংস্থাগুলির স্টকে লগ্নিকারীদের সবচেয়ে বেশি লোকসান হয়েছে। সেইসঙ্গে, নিফটিতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের গ্রাফ আবার দুই শতাংশের বেশি নেমে গেছে। শক্তি এবং স্বাস্থ্য সংক্রান্ত কোম্পানিগুলির স্টকের দাম পড়েছে প্রায় এক শতাংশ। অপরদিকে গাড়ি প্রস্তুতকারী এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে লগ্নিকারীদের ব্যাপক লাভ হয়েছে। এই শেয়ারগুলির দাম ০.৩ থেকে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।