ব্যাঙ্কে টাকা রাখলে এবার মিলবে ৮ শতাংশ সুদ, FD-তে সুদের হার নিয়ে বড় আপডেট
HDFC, ICICI, কোটাক মহিন্দ্রা, ফেডারেল ব্যাঙ্ক, SBI, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সাতটি ব্যাঙ্ক FD-র উপর ৮% পর্যন্ত সুদ দিচ্ছে। বিভিন্ন মেয়াদের জন্য সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুদের হার প্রযোজ্য।
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার নিয়ে এল বড় আপডেট। এবার FD-র ওপর মিলবে ৮ শতাংশ হারে সুদ। এবার সাতটি ব্যাঙ্কে দেবে এই হারে সুদ।
ব্যাঙ্কের নিয়ম বলছে, যত বেশিদিন টাকা রাখবেন তত বেশি টাকা সুদ মিলবে। কিন্তু, এবার টাকা রাখলেই ৮ শতাংশ সুদ পেয়ে যাবেন। জেনে নিন কোথায় দেবে এই সুদ।
HDFC ব্যাঙ্কে চার তেকে সাত বছরের মেয়াদের মধ্যে সুদ দিচ্ছে প্রায় ৭.৪০ শতাংশ। সাধারণ নাগরিক পাবেন এই হারে সুদ। তেমনই প্রবীণরা পাবেন ৭.৯০ শতাংশ হারে সুদ।
ICICI ব্যাঙ্কে ১৫ থেকে ১৮ মাসের মেয়াদে টাকা রাখলে সাধারণ নাগরিক সুদ পাবেন ৭.২৫ শতাংশ হারে। প্রবীণরা পাবেন ৭.৮ শতাংশ সুদ।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক মাত্র ৩৯০ থেকে ৩৯১ দিনের সময়কালে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৭.৪ শতাংশ। এই সুদের হার সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য। প্রবীণ নাগরিকরা ৭.৯০ শতাংশ হারে সুদ পাচ্ছেন।
ফেডারেল ব্যাঙ্কে সাধারণ ও প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে যথাক্রমে ৭.৮ এবং ৭.৯০ শতাংশ। ৭৭৭ দিনের মেয়াদে এই সুদ মিলবে। গত ১৬ জুলাই ২০২৪ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তেও মিলবে বড় সুদ। ৭ এবং ৭.৫০ শতাংশ হারে মিলবে সুদ। ২ থেকে ৩ বছরের মেয়াদে এই সুদ পাওয়া যাবে। ১৫ জুলাই ২০২৪ থেকে এই হারে সুদ মিলবে।
ব্যাঙ্ক অফ বরোদা-তেও মিলবে বেশি সুদ। ৪০০ দিনের মেয়াদে ভালো সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ৭.৩ শতাংশ থেকে ৭.৮ শতাংশ হারে সুদ মিলবে। নাগরিক ও প্রবীণরা এই হারে সুদ পাবেন।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে ৪৫৬ দিনের মেয়াদে সুদ দিচ্ছে ৭.৩ শতাংশ। সিনিয়র সিটিজনদের দেওয়া হবে ৭.৮ শতাংশ।
এই সাতটি ব্যাঙ্কে রাখতে পারেন টাকা। এরা ফিক্সড ডিপোডিটের সুদ দিচ্ছে প্রায় ৮ শতাংশ।