গুগল পে থেকে ইন্সট্যান্ট ঋণ নিতে চান, জেনে নিন কীভাবে পাবেন

গুগল পে থেকে ইন্সট্যান্ট লোন পাওয়ার সুবিধা। ১ লাখ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ঋণ নেওয়ার সুবিধা পাবে গ্রাহকরা। গুগল পে ইউজারদের ক্রেডিট হিস্ট্রি থাকলে তবেই লোন পাওয়ার সুবিধা পাবেন তাঁরা। 

আপনি কী অনলাইন লেনদেনে (Online Payment)ভরসা রাখেন...আপনার স্মার্টফোনে কী অনলাইন লেনদেনের (Online Transaction) অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল পে (Google Pay) রয়েছে...তাহলে আপনার জন্য এসে গেল একটি দুর্দান্ত খবর। এক ক্লিকে যেভাবে আপনি অনলাইন পেমেন্ট করে থাকেন ঠিক সেই ভাবেই যদি এক চুটকিতে আপনার গুগল পে-তেই পেয়ে যাবেন ঋণের সুবিধা।  যে কোনও রকমের জরুরি পরিস্থিতিতে যদি আরনার চটজলদি ঋণের প্রয়োজন হয় তাহলে আপনি গুগল পে থেকে সেই ঋণ নেওয়ার সুবিধা পেয়ে যাবেন। ১ লাখ টাকা পর্যন্ত লোন বা ঋণ দেবে অনলাইন পেমেন্ট অ্যাপ গুগল পে (Google Pay)। এই ধরনের ইন্সট্যান্ট ঋণ (Instant Loan)পরিষেবা ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই পরিষেবা পেতে গেলে আপনার ফোনে গুগল পে অ্যাপটি থাকা অত্যাবশ্যক। 

এই পরিষেবার সুবিধা পেতে হলে, আবেদনকারীকে গুগল পে (Google Pay) ব্যবহারকারী হতে হবে ও ইন্সট্যান্ট ঋণের সুবিধা উপভোগ করার জন্য ক্রেডিট হিস্ট্রি (Credit History) থাকা প্রয়োজন। এই অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই এক লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাওয়ার সুবিধা পেয়ে যাবেন। এই বিশেষ ধরনের পরিষেবা চালু করেছে ডিএমআই ফিন্যান্স (DMI Finance)। আসলে এই ডিএমআই ফিন্যান্স লিমিটেড গুগল পে-র তরফে যে ঋণ পরিষেবা চালু করেছে সেই অ্যাপটিকে সাহায্য করেছে ডিএমআই ফিন্যান্স (DMI Finance) উল্লেখ্য, গুগল পে ব্যবহারকারীরা এই পরিষেবায় দ্বিগুণ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে গ্রাহকরা নতুন অভিজ্ঞতাও সঞ্চার করতে পারবে। 

Latest Videos

আরও পড়ুন-ইন্টারনেট ছাড়া ও পেটিএম অ্যাপ না খুলেও করা যাবে ডি়জিটাল পেমেন্ট, জেনে নিন এর পর-পর স্টেপ

আরও পড়ুন-এসবিআই, পিএনবি ও ববের গ্রাহকদের জন্য নতুন নিয়ম, ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম

আরও পড়ুন-গুগল পে-র ডবল ধামাল, অনলাইন পেমেন্টের গণ্ডি ছাড়িয়ে এবার গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের সুবিধা, জানুন পদ্ধতি

গুগল পে-র মাধ্যমে ইন্সট্যান্ট ঋণ পাওয়ার খবরে গুগল পে ব্যবহারকারীরা খুশি হয়েছন ঠিকই, তবে এক্ষেত্রে একটী সীমাবদ্ধতা রয়েছে। সকল গপগল পে ইউজাররা কিন্তু এই সুবিধা পাবেন না। আপনি গুগল পে-র ইন্সট্যান্ট লোনের আওতায় আসবেন কিনা তা নির্ভর করবে আপনার ক্রেডিট হিস্ট্রির ওপর। সেই জন্যই এক্ষেত্রে গ্রাহকের ক্রেডিট হিস্ট্রি থাকা বাধ্যতামূলক বলা হয়েছে। প্রসঙ্গত, গুগল পে-র ইন্সট্যান্ট ঋণের জন্য যদি আগে থেকে আবেদন করা হয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই সেই লোন বা ঋণ পাওয়ার সুবিধা পেয়ে যাবেন। ঋণের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। 

লোন নেওয়ার ক্ষেত্রে লোন পরিশোধের মেয়াদ সম্পর্কেও জানা দরকার। একজন ব্যক্তি যদি সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পেয়ে যাবেন। ৩ বছরের বছরের মধ্যে অর্থাৎ ৩৬ মাসের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে হবে। ডিএমআই ফিন্যান্স ও গুগল পে-র যৌথ উদ্যোগে ইন্সট্যান্ট ঋণের পরিষেবাটি চালু করায় এদেশের বহু সংখ্যক মানুষ উপকৃত হবে।  এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি গুগল পে অ্যাপের মাধ্যমে ইন্সট্যান্ট লোন বা ঋণের জন্য আবেদন করবেন। 

প্রথমে  গুগল পে অ্যাপটি খুলুন। যদি আপনি প্রি-অ্যাপ্রুভড লোন পাওয়ার যোগ্য হন তাহলে মানি অপশনটি দেখা যাবে। এবার লোন অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই অফারস বলে আরেকটি অপশন আসবে। সেখানে ডিএমআই-য়ের অপশন পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাকে ঋণের জন্য আবেদন করতে হবে। পদ্ধতি ঠিক থাকলে আবেদন করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News