প্রতিরক্ষা বিভাগের প্রয়োজনীয় সামগ্রী তৈরী করবে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। দেশীয় শিল্পপতিদের কাছ থেকে সাহায্য় নিয়েই তৈরী করা হোক ক্ষুদ্র ও মাঝারি শিল্প। রাজ্য সরকারকে প্রস্তাব দিতে দুই মেদিনীপুর জেলার শিল্পপতিদের সেমিনার।
বিদেশ থেকে নয়, দেশের প্রতিরক্ষা দফতরের(Department of Defense)সামগ্রী তৈরী করবে ক্ষুদ্র শিল্পপতিরাই(Small Industry)। এই প্রস্তাব দিয়ে খড়্গপুর শিল্প তালুকে বৈঠকে শিল্পপতিরা(industrialists)। প্রতিরক্ষা বিভাগের প্রয়োজনীয় সামগ্রী তৈরী করবে এমএসএমই। রাজ্য সরকারকে প্রস্তাব দিতে বুধবার দুই মেদিনীপুর জেলার শিল্পপতিদের সেমিনার হয়েছে খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় ৷ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ(Micro and Small Medium enterprise) তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্প যাতে এই দেশীয় শিল্পপতিদের(Indigenous industrialists) কাছ থেকে সাহায্য় নিয়েই তৈরী করা হয় তারই সম্মিলীত চেষ্টা করাই ছিল এই সেমিনারের(Seminar) মূল লক্ষ্য ৷ যেখানে প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিকরা ভার্চুয়াল মুডে অংশ নিয়েছিলেন ৷ ছিলেন ক্ষুদ্র শিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোও। বুধবার খড়্গপুর(Kharagpur) শহরের পাশে চৌরঙ্গী এলাকাতেও এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন দুই জেলার প্রায় ৯০ জন শিল্পপতি ৷ এই সেমিনারের শীর্ষক ছিল ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি ,চেঞ্জিং দ্য এমএসএমই ল্যান্ডস্কেপ ৷ এই সেমিনারে হজির ছিলেন ক্ষুদ্র শিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো(Srikanta Mahato),ও বিভিন্ন শিল্পপতিরা ৷ ভার্চুয়াল মুডে ভিডিও কনফারেন্সিং- এ উপস্থিত ছিলেন প্রতিরক্ষা দফতরের ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রোডাকশন বিভাগের যুগ্ম সচীব অনুরাগ বাজপেয়ী(Anurag Bajpai),এয়ার চিফ মার্শাল অরুপ রাহা(Arup Raha) সহ বিভিন্ন অধিকারিকরা।
ভারত চেম্বার অফ কমার্স নামক সংগঠনের ব্যানারে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল ৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে শিল্পপতি চন্দন রায় বলেন, মাইক্রো স্মল এন্ড মেডিয়াম এন্টারপ্রাইজ বা এমএসএমের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে ৷ এখানে দেশের প্রতিরক্ষা বিভাগের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র তৈরী করার উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ বড় শিল্পপতিদের হাত ধরে তাদের কাছ থেকে জিনিস নিয়ে সেই সামগ্রী প্রস্তুত করবে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ৷ সেই লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়ার জন্যই এই সম্মিলিত সেমিনারের আয়োজন করা হয়েছে ৷ প্রতি বছর বিদেশে যে মোটা টাকা দিয়ে সরঞ্জাম কিনতে হয় তা আমাদের দেশে অর্থাৎ ভারতে প্রস্তুত করার উদ্যোগের প্রস্তাব দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে এই পদ্ধতি শুরু হয়ে গিয়েছে ৷ এর ফলে দেশীয় শিল্প ক্ষেত্রও অনেকটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন-Dilip Ghosh-মুখ্যমন্ত্রীর শিল্পে বিনিয়োগের ঘোষণা প্রতিশ্রুতি মাত্র, তোপ দিলীপ ঘোষের
আরও পড়ুন-Industry in Singur- 'সিঙ্গুর' আজও বেকার চাষ নেই শিল্পও নেই বর্তমান সরকারের কাছে কাতর আর্জি স্থানীয়দের
এই সেমিনারে উপস্থিত ক্ষুদ্রশিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, প্রতিরক্ষা বিভাগে নানা অস্ত্র, গুলি সহ বিভিন্ন সামগ্রী বিদেশ থেকে কিনতে হয় ৷ ২০০৫ সাল থেকে দেশে যাতে তৈরী করা হয় তার প্রস্তুতি শুরু হয়েছে ৷ যা ইতিমধ্যে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে তৈরী শুরু হয়েছে ৷ এই রাজ্যেও য়াতে হয় তার প্রস্তুতি শুরু হচ্ছে ৷ সরকারি ভাবে তৈরী হলেও বেসরকারি ভাবে হয় নি ৷ এবার এই রাজ্যও যাতে সেই একই পথে হাঁটতে পারে তার জন্যই শিল্প পতিদের নিয়ে চেষ্ট চরিত্র চলছে ৷