অনেক কম খরচেই দেশের বিভিন্ন শহরে যাত্রা করা সম্ভব হচ্ছে এখন৷ মাত্র ১৪০০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ইন্ডিগোর টিকিট। অর্থাৎ ইন্ডিগো বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে ১৪০০ টাকা থেকে ৷
অতিমারি কোভিড পরবর্তী পরিস্থিতিতে(Post Covid Situation) ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। সেই সঙ্গে স্বাভাবিক হচ্ছে অন্যান্য পরিস্থিতিও। সম্প্রতি ট্রেন চলচলাও পুরো স্বাভাবিক হয়ে গেছে। এবার পালা বিমান পরিষেবার(Airline)। মহামারি করোনা ও প্যান্ডেমিক পরিস্থিতি সামলিয়ে পুরনো ছন্দে ফেরার তাগিদ ভারতীয় বিমান সংস্থাগুলির(Indian Airlines)। ডোমেস্টিক রুটে (Domestic Flights) বেশ কিছুদিন হল বিমানযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক৷ যাত্রী সংখ্যাও নেহাতই কম কিছু নয়৷ তবে সমস্যা একটাই, দরকার ডবল ডোজ ভ্যাকসিনের প্রমানপত্র। উল্লেখ্য, যদি ডবল ভ্যাকসিনের ডোজ না হয়ে থাকে, তাহলে অধিকাংশ রাজ্যে যেতেই লাগছে কোভিড নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট(RTPCR Report)৷ এই অবস্থায় ইন্ডিগো (Indigo Offer) যাত্রীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ অফার৷ অনেক কম খরচেই দেশের বিভিন্ন শহরে যাত্রা করা সম্ভব হচ্ছে এখন৷ মাত্র ১৪০০ টাকার(1400/- Only) বিনিময়ে পাওয়া যাচ্ছে ইন্ডিগোর টিকিট(Indigo Air ticket)। অর্থাৎ ইন্ডিগো বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে ১৪০০ টাকা থেকে ৷
পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি বিমানের টিকিটে ইন্ডিগোর এই অফারে খুশি হয়েছেন বিমানযাত্রীরা। গত ২ নভেম্বর থেকেই শিলং ও ডিব্রুগড়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইট শুরু হয়েছে৷ বিমানের টিকিটের দাম সস্তা হওয়ায় ছোট রুটে যাওয়ার জন্য ট্রেনের বদলে বিমানও হতে পারে আপনার ফার্স্ট চয়েজ। এর ফলে সময়ও অনেকটা বাঁচে আর অনেক আরামপ্রিয় জার্নিও হয়৷ খুব স্বাভাবিকভাবেই ট্রেনে যে পথ যেতে প্রায় ১ দিন সময় লেগে যায় বিমানযাত্রায় সেই পথটাই মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। উদাহরণস্বরূপ, ট্রেনে শিলং থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যেতে যেখানে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে সেখানে বিমানে যেতে লাগে মাত্র ৭৫ মিনিট৷ তাই ইন্ডিগো বিমানযাত্রার খরচ কমানোয় যথেষ্ট লাভবান হয়েছে যাত্রীরা। সেই সঙ্গে ইন্ডিগোর টিকিট কমানোয় খুশিও হয়েছেন তাঁরা
শেষ মুহূর্তে বাজিমাত টাটা গোষ্ঠীর, এয়ার ইন্ডিয়ার মালিকানা যাচ্ছে রতন টাটার হাতে, খবর সূত্রে
এবার দেখে নেওয়া যাক কোন রুটে কত বিমানের টিকিটের দাম কত হয়েছে। জম্মু(Jammu) থেকে লেহ(Leah) যেতে খরচ পরবে ১৮৫৪ টাকা। আবার লেহ(Leah) থেকে জন্মুর(Jammu) খরচ ২৯৪৬ টাকা। ইন্দোর(Indore) থেকে যোধপুর(Jodhpur) যেতে লাগবে ২৬৯৫ টাকা। প্রয়াগরাজ(Prayagraj) থেকে ইন্দোরের(Indore) জন্য খরচ ২৭৩৫ টাকা। আবার ইন্দোর থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য ৩৬৩৭ টাকা লাগবে। একইভাবে লক্ষ্মৌ(Lakhnow) থেকে নাগপুর ও নাগপুর(Nagpur) থেকে লক্ষ্মৌ যাত্রার খরচ ৩৪৭৩ টাকা।