ইউনিয়ন বাজেটে ওয়ার্ক ফর্ম হোমে সুবিধা প্রদানের সম্ভবনা, চালু হতে পারে ওয়ার্ক ফর্ম হোম অ্যালাউন্স, কমতে পারে কর

ডেলয়েট ইন্ডিয়া কেন্দ্রের কাছে ওয়ার্ক ফর্ম হোম অ্যালাউন্স চালুর আর্জি জানিয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের কাছে ওয়ার্ক ফ্রম হোমের খরচ সামলানোর জন্য ট্যাক্সে ছাড় দেওয়া আবেদন করেছে।
 

২০১৯ সালের শেষর দিকে মানুষের পরিচয় হয়েছে করোনা(Covid) নামক অতিমারি এই রোগটির সঙ্গে। গোটা দুনিয়া ওলটপালট করে দিয়েছে এই করোনা। বদলে দিয়েছে মানুষের জীবন যাত্রার ধরণও। পারিবারিক জীবন জীবন থেকে কর্মজীবন সবকিছুতেই যেন আজ ছন্দপতন। আর এর জন্য কিন্তু একমাত্র দায়ী কোভিড ১৯ । অতিমারি করোনা পরিস্থিতিতে কর্মজীবনে যে সবচেয়ে বড় বগল এসেছে সেটি হল ওয়ার্ক ফর্ম হোম (Work From Home)। কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকেই ওয়ার্ক ফর্ম হোমের এই কনসেপ্টে ভর দিয়ে এগিয়ে চলেছে বহু নামী-দামী সংস্থা। একইসঙ্গে আবার করোনা কেড়ে নিয়েছে বহু মানুষের কর্মক্ষেত্র। তবে যারা দীর্ঘদিন ধরে ওয়ার্ক ফর্ম হোম (Work From Home) করছেন তাঁদের সুবিধার্তে কেন্দ্রের আসন্ন বাজেটে (Central Budget) কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

২০২২ সালের ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে ২০২২-২৩ -এর ইউনিয়ন বাজেট (2022-23 Union Budget)।  ২০২০ সাল থেকে অতিমারি করোনা যেভাবে বেতনভোগী কর্মচারীদের পকেটে চাপ সৃষ্টি করছে তা আজও সেই ধারা একপ্রকার অব্যাহতই রয়েছে। এখনও বহু বেতনভোগী কর্মচারীর মাস মাইনেতে কাঁচি চলেই যাচ্ছে। এই করোনা পরিস্থিতিই  জন্ম দিয়েছে ওয়ার্ক ফ্রম হোমের। এক্ষেত্রেও মাস মাইনের ওপর প্রভাব পড়েছে। তাই এই বিষয়টিকে নজরে রেখেই আশা করা হচ্ছে আসন্ন ইউনিয়ন বাজেটে চালু করা হতে পারে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্স (Work From Home Allowance)। হয়তো বেতনভুক্ত কর্মচারীদের বেতনের ওপরেও ট্যাক্স ছাড়ে সহায়তা করবে। ইতিমধ্যেই ডেলয়েট ইন্ডিয়া (Deloitte India) করোনা মহামারীর বিষয়টিকে সামনে রেখে এবং বর্তমানের তৃতীয় ঢেউয়ের ওপরে নজর দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে যারা ওয়ার্ক ফর্ম হোম করছেন তাদের জন্য হোম অ্যালাওয়েন্সের ব্যবস্থা করা হোক। এর ফলে যারা বাড়ি বসে কাজ করছেন তাদের ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্স ট্যাক্সের পরিমাণ কমানো হতে পারে (Tax Reduce)। সেকশন ১৬ অনুযায়ী এর পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। বলা বাহুল্য,ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া-ও (ICAI) কেন্দ্রীয় সরকারের কাছে ওয়ার্ক ফ্রম হোমের খরচ সামলানোর জন্য ট্যাক্সে ছাড় দেওয়া আবেদন করেছে। 

Latest Videos

আরও পড়ুন-Work from home: ওয়ার্ক ফ্রম হোমে এই ভুলগুলি একেবারেই নয়, বাড়াতে পারে ওজন

আরও পড়ুন-চলছে ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করছেন বলে করোনা হতে পারে না এমন নয়, এই কয়টি উপসর্গ দেখলে সতর্ক হন

আরও পড়ুন-ওয়ার্ক ফ্রম হোম-এ কাজে উদ্যোগ পেতে মেনে চলুন বাস্তু টোটকা, বাস্তু মতে উন্নতি হবে

প্রসঙ্গত ওয়ার্ক হোমের ক্ষেত্রের খরচের পরিমান বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বেতন একই থাকলেও একজন কর্মীর ব্যায়ের খরচ কিন্তু প্রায় অনেকটাই বেড়েছে। কারন ওয়ার্ক ফর্ম হোমের জন্য বাড়িতে আলাদা করে ইন্টারনেটের কানেকশন, ওয়ার্কিং সেটআপ, ইলেকট্রিক বিলের বাড়তি খরচের একটা ব্যাপার রয়েছে। সেই জন্যই ২০২২-২৩ -এর ইউনিয়ন বাজেটে বেতনভুক্ত কর্মীদের এই ধরনের সমস্যা সমাধানের জন্য ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্সের জন্য আবেদন করেছে ডেলয়েট ইন্ডিয়া। উল্লেখ্য,  ইউকের (UK) মতো দেশে করোনা মহামারীর পরবর্তী সময়ে বেতনভুক্ত কর্মীদের সাহায্য করার জন্য ট্যাক্স ছাড় সহ অন্যান্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। আগামী ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকার এই সকল দেশের মতোই আমাদের দেশের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের জন্য কোনও বিশেষ নীতি প্রণয়ণ করবে যাতে সকল কর্মী লাভবান হয়।  

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar