২০২২ আর্থিক বছরে রেকর্ড প্রযুক্তি শিল্পে, লাভ ২২৭ বিলিয়ন ডলারের - কীবলছে ন্যাসকমের রিপোর্ট

২০২১-২২ আর্থিক বছরে রেকর্ড রাজস্ব লাভ ভারতের প্রযুক্তি শিল্পের (Indian Tech Industry)। ন্যাসকমের (NASSCOM) প্রতিবেদনে অনুযায়ী, প্রথমবারের জন্য সম্মিলিত রাজস্ব লাভ ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেল।
 

চলতি আর্থিক বছরে, রেকর্ড গড়ল ভারতের প্রযুক্তি শিল্প (Indian Tech Industry)। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ (National Association of Software & Services Companies) বা ন্যাসকমের (NASSCOM) প্রতিবেদনে অনুযায়ী, প্রথমবারের জন্য এই ক্ষেত্রের সম্মিলিত রাজস্ব লাভ ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরের রেভিনিউ ২২৭ বিলিয়ন ডলার ছুঁতে পারে। তাদের অনুমান অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বছরে রাজস্ব লাভ ৩০ বিলিয়ন ডলার বাড়ছে। অর্থাৎ ইয়ার টু ইয়ার বৃদ্ধি হতে চলেছে ১৫.৫ শতাংশ। যা, ২০১১ সালের পর থেকে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। 

প্রয়ুক্তি শিল্পের সমস্ত উপ-খাতেই দুই অঙ্কের বৃদ্ধি হতে চলেছে। রপ্তানি (হার্ডওয়্যার সহ) (Exports) ১৭.২ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে। রাজস্ব আদায় হচ্ছে ১৭৮ বিলিয়ন ডলারের। যা ভারতের মোট পরিষেবা রপ্তানির ৫১ শতাংশেরও বেশি। রিপোর্ট বলছে, ভারতের ডিজিটাল সুবিধার ভিত্তি হয়ে ওঠা পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলির সঙ্গে, ভারতের বিশাল ডিজিটাল পরিকাঠামো ভারতের প্রযুক্তি গ্রহণকে পরিচালিত করতে একটি মুখ্য ভূমিকা পালন করেছে। এই বর্ধিত অভ্যন্তরীণ চাহিদার কারণে, প্রযুক্তি শিল্পের অভ্যন্তরীণ রাজস্ব ২০১৯ অর্থবর্ষের তুলনায় ১.২ গুণ বৃদ্ধির রেকর্ড করে, প্রায় ৫০ বিলিয়নে মার্কিন ডলারে পৌঁছেছে।

Latest Videos

২০২১-২২ সালে ইকমার্স (Ecommerce) ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ডিজিটাল রেভিনিউ শেয়ার ৩০-৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২ অর্থবর্ষে (আনুমানিক) ১৩ বিলিয়ন ডলারের বর্ধিত রাজস্ব রেকর্ড করেছে। ন্যাসকমের রিপোর্টে আরও বলা হয়েছে, ৫ মিলিয়নেরও বেশি কারিগরি কর্মশক্তি নিয়ে ভারত ডিজিটাল মেধার একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে। ২০২২ অর্থবর্ষে এই শিল্প সরাসরি প্রায় ১০ শতাংশ কর্মসংস্থআনের আনুমানিক বৃদ্ধি রেকর্ড করেছে। 

ন্যাসকমের প্রেসিডেন্ট দেবযানী ঘোষ (Debjani Ghosh), ন্যাসকমের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য অংশ টুইট করে বলেছেন, ভারতীয় প্রযুক্তি শিল্পের জন্য ২০২২ অর্থবর্ষ ছিল সহনশীলতা থেকে পুনরুত্থানের যাত্রা। ন্যাসকমের চেয়ারপার্সন রেখা এম. মেনন (Rekha M Menon) বলেছেন, ২০২২ অর্থবর্ষ ভারতীয় প্রযুক্তি শিল্পের জন্য একটি যুগান্তকারী বছর ছিল। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, ব্যাপকভাবে বেড়েছে কর্মসংস্থানও। প্রযুক্তি ক্ষেত্র ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ইঞ্জিন হয়ে ওঠায় তাঁরা গর্বিত বলেও জানিয়েছেন রেখা মেনন। 
 

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News