NIC increase 64%-ডিমানিটাইজেশন পর কেটেছে ৫ বছর, প্রকাশিত RBI রিপোর্ট, নোট সর্কুলেশন বেড়েছে ৬৪ শতাংশ

২০২১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত প্রায় ৬৪ শতাংশ নোট সার্কুলে বেড়ে গেছেরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালের ৪ নভেম্বর, অর্থাৎ ডিমানিটাইজেশন হওয়ার ৪ দিন আগে পর্যন্ত নোটস ইন সার্কুলেন বা NIC ছিল ১৭.৭৪ লাখ কোটি টাকা২০২১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সেই টাকার পরিমান ৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.১৭ লাখ কোটি টাকা

আজ থেকে ঠিক ৫ বছর আগের(5 Years Back) কথাদিনটা ছিল ২০১৬ সালের ৮ নভেম্বর(8th Nov,2016)ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ১১ টাহঠাৎ সবাইকে চমকে দিয়ে মোদি সরকার(Mdi Govt) ঘোষণা করেছিলেন সেই রাত থেকেই বাতিল হয়ে যাবে ৫০০ ও ১০০০ টাকার নোট(Demonetization)রাত পোহালেই একটা কাগজের টুকরোতে পরিণত হবে ৫০০ আর ১০০০ টাকার নোটের ভ্যালুকারন হিসাবে তিনি ব্যাখা করেছিলেন কালোবাজারি(Blackmoney) রুখতেই কেন্দ্রের তরফে রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেকিন্তু ৫ বছর(After 5 Years) পরেও কি সেই কালোবাজারি পুরোপুরি কমেছে.. নাকি ডিমানিটাইজেশনের(Demonetization) পর ব্ল্যাক মানির(Blackmoney) পরিমান আরও বেড়েছ..তাহলে সেই দিকেই একটু আলোকপাত করা যাক

আর এই বিষয়টি বিবেচনা করলে দেখা যাচ্ছে, ২০২১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত প্রায় ৬৪ শতাংশ নোট সার্কুলে বেড়ে গেছে(64% Increase NIC)রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(Reserve Bank Of India) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালের ৪ নভেম্বর, অর্থাৎ ডিমানিটাইজেশন হওয়ার ৪ দিন(4 Days Before of Demonetization) আগে পর্যন্ত নোটস ইন সার্কুলে(Notes In Cerculation) বা NIC ছিল ১৭.৭৪ লাখ কোটি টাকা২০২১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সেই টাকার পরিমান ৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.১৭ লাখ কোটি টাকাডিমানিটাইজেশনের (Demonetization) পর টাকার লেনদেন না হলেো ডিজিটাল পেমেন্টের(Digital payment) পদ্ধতি অনবেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে২০২০ সালের ৩০ অক্টোবর পর্যন্ত নোটস ইন সার্কুলেন বা NIC-র পরিমান ২৬.৮৮ লাখ কোটি চাকা থেকে বেড়ে ২০২১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত নোটস ইন সার্কুলে(Note in Cerculation) বা NIC-র পরিমান হয়েছে ২,২৮,৯৬৩ কোটি টাকা

Latest Videos

PNB Reduce Interest Rate- PNB-তে কমল লোনের ওপর সুদের হার,সুদ কমল ০.০৫ শতাংশ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(Reserve Bank of india) প্রকাশিত আরেকটি রিপোর্টে দেখানো হয়েছে প্রতি বছরে নোটস ইন সার্কুলে(Notes in Cerculation) বা NIC কতটা করে বেড়েছেসেই রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১৯ সালের ১ নভেম্বর নোটস ইন সার্কুলে(Notes in Cerculation) বা NIC বেড়ে হয়েছিল ২,৮৪,৪৫১ কোটি টাকাগোটা বিষয়টা পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে, ২০১৯ ও ২০২০ সালে ব্যাঙ্কে নোটের ভ্যালু আর সার্কুলেশন বেড়েছে যথাক্রমে ১৪.৭ শতাংশ ও ৬.৬ শতাংশকিন্তু ২০২০ ও ২০২১ সালে NIC বৃদ্ধির হার বেড়েছে যথাক্রমে ১৬.৮ শতাংশ ও  ৭.২ শতাংশ

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury