সপ্তাহের প্রথম দিন কি কলকাতায় সস্তা হল পেট্রোল-ডিজেল, রইল আজকের তেলের দর

Published : Mar 21, 2022, 09:00 AM ISTUpdated : Mar 21, 2022, 09:58 AM IST
সপ্তাহের প্রথম দিন কি কলকাতায় সস্তা হল পেট্রোল-ডিজেল, রইল আজকের তেলের দর

সংক্ষিপ্ত

 অপরিশোধিত তেলের দাম বাড়লেও গত বছর দীপাবলি থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায়নি সংস্থাগুলি। আর সোমবারও বাড়ল না তেলের দাম। তলে কলকাতা, মুম্বই, দিল্লির মতো মেট্রো শহরগুলিতে তেলের দাম না বাড়লেও ছোট শহরে তেলের দামে পরিবর্তন হয়েছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine Conflict) জেরে অপরিশোধিত তেলের দাম (price of crude oil) ১৩০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে এখন তা ১০০ ডলারের নিচে নেমে গিয়েছে। তবে অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো তেলের দাম বাড়তে শুরু করবে। তার ফলে আবারও নাভিশ্বাস উঠবে সাধারণ মানুষের। উল্লেখ্য, অপরিশোধিত তেলের দাম বাড়লেও গত বছর দীপাবলি থেকে পেট্রোল (Petrol Price) ও ডিজেলের (Diesel Price) দাম বাড়ায়নি সংস্থাগুলি। আর সোমবারও বাড়ল না তেলের দাম (Fuel Price)। তলে কলকাতা, মুম্বই, দিল্লির মতো মেট্রো শহরগুলিতে তেলের দাম না বাড়লেও ছোট শহরে তেলের দামে পরিবর্তন (No Change in Fuel Price) হয়েছে। 

সপ্তাহের শুরুর দিন কিছুটা হলেও স্বস্তি কলকাতাবাসীর (Petrol Price in Kolkata) জন্য। কারণ আজও বাড়ল না তেলের দাম। সেই দীপাবলি থেকে তেলের দাম একই রয়েছে। অবশ্য দেশের বড় শহরে তেলের দাম না বাড়লেও সরকারি তেল কোম্পানিগুলি আজ লখনউ, জয়পুর, গুরুগ্রামের মতো জায়গায় তেলের দাম পরিবর্তন করেছে। নয়ডাতে বেড়েছে পেট্রোলের দাম। আবার লখনউতে গতকালের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেট্রোল। প্রায় চার মাস ধরে মেট্রোশহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দামের কোনও পরিবর্তন করেনি তেল সংস্থাগুলি। অবশ্য দামের পরিবর্তন কিছু না হলেও মুম্বইতে পেট্রোলের দাম সবথেকে বেশি। সেখানে ১১০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল। 

আরও পড়ুন- সুবর্ণ সুযোগ, এবার মাত্র ২ ঘন্টার মধ্যে বাড়িতে বসে পেয়ে যাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার

চারটি মহানগরে আজ পেট্রোল ও ডিজেলের দাম 

  • দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৬.৬৭ টাকা
  • মুম্বইতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯.৯৮ টাকা এবং ডিজেল ৯৪.১৪ টাকায়
  • চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.৪০ টাকা এবং ডিজেল ৯১.৪৩ টাকা 
  • কলকাতা পেট্রোলের দাম ১০৪.৭৬ টাকা এবং ডিজেল ৮৯.৭৯ টাকা

আরও পড়ুন- এটিএম কার্ড জালিয়াতির থেকে কীভাবে রক্ষা করবেন আপনার কষ্টার্জিত অর্থ, কী জানালো আরবিআই

দেশের বেশ কিছু শহরে পেট্রোল-ডিজেলের দাম বদলেছে

  • নয়ডাতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৫.৭৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৭.২১ টাকা।
  • লখনউতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৫.১৪ টাকায়। আর ডিজেল প্রতি লিটার ৮৬.৬৮ টাকায়।
  • জয়পুরে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৭.০৬ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯০.৭০ টাকা।
  • গুরুগ্রামে পেট্রোল হয়েছে ৯৫.৫৯ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৬.৮১ টাকা।

পেট্রোল ও ডিজেলের আজকের সর্বশেষ হার জানতে পারেন SMS এর মাধ্যমেও । ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা 9224992249 নম্বরে RSP পাঠিয়ে এবং BPCL গ্রাহকরা 9223112222 নম্বরে RSP পাঠিয়ে আজকের দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা 9222201122 নম্বরে HPprice লিখে পাঠিয়েও দাম জানতে পারবেন।

আরও পড়ুন- খরচ হবে মাত্র দেড় হাজার টাকা, বাড়িতে বসেই পেয়ে যান দারুণ এসি

দিওয়ালির (Diwali) আগে পর্যন্ত প্রায় প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে দেখা গিয়েছিল। দেশের সব শহরেই পেট্রোলের দাম বাড়তে বাড়তে সেঞ্চুরি করে ফেলেছিল। পিছিয়ে ছিল না ডিজেলও। আর তেলের দাম বাড়ার প্রভাব পড়েছিল বাজার দরের উপর। প্রায় সব জিনিসেরই দাম বাড়তে শুরু করে। তা নিয়ে প্রতিবাদও শুরু করেছিল বিরোধীরা। রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিল তারা। তেলের দাম বৃদ্ধির জন্য তারা দায়ি করেছিল কেন্দ্রীয় সরকারকে। তারপরই দিওয়ালির সময় সবাইকে চমকে দিয়ে পেট্রোল ও ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমায় কেন্দ্র। গোটা দেশেই ৪ নভেম্বর কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যথাক্রমে পাঁচ ও ১০ টাকা উৎপাদন শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেয়। যার ফলে তেলের দাম অনেকটাই কমে যায়। আর সেই থেকে দেশে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজও তার কোনও পরিবর্তন হল না। 

PREV
click me!

Recommended Stories

১, ২, ৫, ১০, ২০ টাকার কয়েন নাকি বাতিল করল RBI? বড় খবর জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক
Unclaimed Money India: আপনার টাকা কি আটকে আছে? সরকার দাবিহীন অর্থ তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছে