Job Options- আর বছর পাঁচেক পরে বিশ্বে থাকবে না এই চাকরিগুলো

স্বয়ংক্রিয় যন্ত্র যত উন্নত হচ্ছে, ততই বদলে যাচ্ছে বিভিন্ন কাজের পদ্ধতি। বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে বেশ কিছু পেশা বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economic Forum) এক সমীক্ষা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছে। সমীক্ষায় বলা হচ্ছে কিছু পেশা (Job) বা চাকরি (Occupation) বর্তমানে রয়েছে, বছর পাঁচেক (Five Years) পরে যার কোনও অস্তিত্ব থাকবে না। সমীক্ষকদের দাবি বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা ক্রিটিক্যাল থিঙ্কিং বা সতর্ক চিন্তা ও বিশ্লেষণের। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ কোম্পানি বলছে, এই দক্ষতার চাহিদা বাজারে দিনকে দিন বাড়ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় যন্ত্র যত উন্নত হচ্ছে, ততই বদলে যাচ্ছে বিভিন্ন কাজের পদ্ধতি। বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে বেশ কিছু পেশা বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। কোন ধরনের পেশাজীবীদের অল্প কিছুদিন পর থেকেই আর খুঁজে পাওয়া যাবে না দেখে নিন এখানে।

Latest Videos

কোন কোন পেশা ঝুঁকির মুখে, জেনে নিন সেই তালিকা

ডাকপিয়ন: বিশ্বজুড়েই এখন চিঠি লেখার চল প্রায় উঠে গিয়েছে। সারা পৃথিবী এখন সংযুক্ত ডিজিটাল মাধ্যমে। ফোর্বস পত্রিকা বলছে অচিরেই আর থাকবে না চিঠি পৌঁছে দেয়ার এই কাজটি।

ব্যাঙ্কের কাজ: ব্যাঙ্কে ক্যাশিয়ার বা বিলিং বিভাগের কাজও যন্ত্রই সামলে নিবে। এই কাজগুলি আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। টাকা তোলা বা জমা দিতে লাইনে দাঁড়ানোর দিন প্রায় ফুরিয়ে আসছে।

লাইব্রেরিয়ান: কম আসছে পাঠাগারে গিয়ে বই পড়ার অভ্যাস। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে বলা হয়, বইয়ের তালিকা বেছে নেওয়ার দিকটিও যন্ত্রই করে দিবে।

কারখানা শ্রমিক: কারখানায় মানুষের জায়গা নিচ্ছে অটোমেশন বা স্বয়ংক্রিয় মেশিন। শ্রমিককে পারিশ্রমিক দিতে হয়, কিন্তু যন্ত্রকে দিতে হয় না। রোবটকেও এখন কারখানায় কাজে লাগানো হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়বে।

বিমান চালক: স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে বিমান চালক বা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের কাজও যন্ত্র বা যন্ত্রমানবই সামলে নেবে বলে জানাচ্ছে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক পোস্টে।

সার্ভেয়ার ও ম্যাপিং টেকনিশিয়ান: রোবট ও অন্যান্য যন্ত্র দখল করে নেবে এই পেশা। এখন বেশির ভাগ ক্ষেত্রে ড্রোনও ব্যবহার করা হচ্ছে মানচিত্র তৈরির জন্য।

গাড়ি চালক: লস অ্যাঞ্জেলস টাইমস জানাচ্ছে, অটোমেটেড গাড়ি বাজারে এলে প্রায় ৫০ লক্ষ গাড়ি চালক শুধু আমেরিকায় চাকরি হারাতে পারেন। একই কথা প্রযোজ্য বাস ও ট্রাক চালকদের ক্ষেত্রেও।

রেফারি: একটি বেসরকারি আন্তর্জাতিক চ্যানেলের সমীক্ষার তথ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে রেফারিং সিস্টেম পুরোটাই কম্পিউটার চালিত হয়ে যাবে। খেলোয়াড়দের পাশে পাশে আর দৌঁড়াতে দেখা যাবে না রেফারিদের।

টেলিমার্কেটিং: ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানাচ্ছে, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারনে ২০৫০ সালের মধ্যে প্রায় ৯৯ শতাংশ টেলিমার্কেটার চাকরি হারাতে পারেন।

ছাপাখানা ও সংবাদপত্র: সংবাদমাধ্যমও ধীরে ধীরে ডিজিটাল হয়ে উঠছে। এখন মানুষ টুইটার বা ফেসবুক থেকেই খবর পেতে বেশি আগ্রহী। তাই সংবাদপত্রও ধীরে ধীরে রূপান্তরিত হয়ে ভিন্ন আকার নেবে বলে মনে করা হচ্ছে।

অনুবাদক: যন্ত্র ও ইন্টারনেট সার্চ ইঞ্জিনের দৌলতে কাজ হারাতে পারেন বিশ্বের অসংখ্য অনুবাদক। তাদের জায়গা নিবে মেশিন ট্রান্সলেশন ইন্ডাস্ট্রি।

ঘড়ি সারাই মিস্ত্রি: ঘড়ির থেকে সময় দেখার বদলে ব্যস্ত মানুষ এখন মোবাইলে সময় দেখতে বেশি পছন্দ করেন, জানাচ্ছে মার্কিন এক সংস্থার রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়, যারা ঘড়ি পরেন, ঘড়ি মেরামতের বদলে নতুন ঘড়ি কিনতেই তারা বেশি পছন্দ করছেন। পরে এই সংখ্যা আরও বাড়বে।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি