টানা ১৫ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের উপরে আছে। গত দু দিন ধরে আবার সংক্রমণ ৪ লক্ষ ছাড়িয়েছে। এবার সংক্রমণ তুঙ্গে কবে উঠবে তা নিয়ে চলছে জল্পনা। বিশেষজ্ঞরা আগে বলে ছিলেন, মে মাসের মাঝামাঝি সংক্রমণ তুঙ্গে উঠতে পারে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে যে অঙ্কের হিসেব তুলে সংক্রমণ তুঙ্গে যাওয়ার কথা বলেছিলেন বিশেষজ্ঞরা সেটা মেলেনি। তবে আগামী কয়েকদিন যে দেশের কাছে কঠিন হতে চলেছে তা সবাই বলছেন। কেন্দ্র দেশজুড়ে লকডাউনের পথে না যাওয়ায় সংক্রমণের রাশ কতটা টানা যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। হায়দরাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক মাথুকুমাল্লি বিদ্যাসাগর জানিয়েছেন, "আমাদের হিসেব হল আগামী কয়েকদিনের মধ্যে দেশে সংক্রমণ তুঙ্গে উঠবে। তবে যেভাবে চলছে তাতে জুনের শেষে দৈনিক আক্রান্তের সংখ্যা কুড়ি হাজারের নেমে যাবে।
আরও পড়ুন: টানা দু দিন দেশে দৈনিক আক্রান্ত চার লক্ষের উপরে, মৃত্যু ৩৯১৫
যদিও বিদ্যাসাগরের টিমের হিসেব এই বিষয়ে গত মাসে মেলেনি। বিদ্যাসাগর জানিয়েছিলেন, ভারতে করোনা সংক্রমণের হার তুঙ্গে উঠবে এপ্রিলের শেষে। কিন্তু দেখা যায় মে-র প্রথম সপ্তাহে ছাপিয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে বিদ্যাসাগর জানিয়েছেন, 'অতিমারির অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির বড় বদল আসে।"
আরও পড়ুন: মাত্র দশ মিনিটে অক্সিজেন পৌঁছে যাবে, সুরেশ রায়নার পোস্ট দেখা মাত্রই তৎপর সোনু
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট জানিয়েছিল, ভারতে করোনা সংক্রমণ তুঙ্গে উঠবে ৩-৫ মে। দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এক রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল, ৭ মে সংক্রমণ তুঙ্গে উঠবে।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহ ভারতের কাছে খুব কঠিন হবে। দেশে করোনায় মৃত্যু ১১ জুনের মধ্যে ৪ লক্ষ ৪ হাজার হবে। ইতিমধ্যেই ভারতে কোভিডে মৃত্যু ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।