আগামী তিন থেকে পাঁচদিনের মধ্যেই সেই দল বাংলায় পৌঁছাবে বলে জানা গিয়েছে। একাধিক বিষয়ে খোঁজ নেবে তারা। সংক্রমণের হার, টিকাকরণ সঠিকভাবে হচ্ছে কিনা, বিধিনিষেধ সঠিকভাবে মানা হচ্ছে কিনা এই ধরনের একাধিক বিষয়ে খোঁজ নেবে বিশেষজ্ঞদের ওই প্রতিনিধি দলটি।
বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন (Omicron)। বাদ যায়নি ভারতও (India)। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে থাবা বসিয়েছে এই ভাইরাস (Virus)। তার মধ্যে বাদ যায়নি বাংলাও (West Bengal)। বাংলাতেও দিন দিন ওমিক্রনে আক্রান্তের (Omicron Cases) সংখ্যা বাড়ছে। এই নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। শুক্রবার জিনোম সিকোয়েন্সিংয়ে (genome sequencing) আরও দু’জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। তার ফলে বাড়ছে উদ্বেগ। আর এই পরিস্থিতিতেই এবার বাংলায় আসছে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের দল।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১০ রাজ্যে কেন্দ্রের ‘মাল্টি ডিসিপ্লিনারি টিম’ (Multi-disciplinary central teams) যাবে। আর সেই তালিকায় রয়েছে, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব ও পশ্চিমবঙ্গের নাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকদিনে বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রনের দাপট বেড়ে উঠতে দেখা গিয়েছে। জাতীয় স্তরে টিকাকরণের যে হার, সেই তুলনায় ওই রাজ্যগুলিতে গতি অনেকটাই ধীর। তাই এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ১০টি রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
আগামী তিন থেকে পাঁচদিনের মধ্যেই সেই দল বাংলায় পৌঁছাবে বলে জানা গিয়েছে। একাধিক বিষয়ে খোঁজ নেবে তারা। সংক্রমণের হার, টিকাকরণ সঠিকভাবে হচ্ছে কিনা, বিধিনিষেধ সঠিকভাবে মানা হচ্ছে কিনা এই ধরনের একাধিক বিষয়ে খোঁজ নেবে বিশেষজ্ঞদের ওই প্রতিনিধি দলটি। তারপর সেই তথ্য তারা তুলে ধরবে কেন্দ্রীয় সরকারের কাছে। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেমে কেন্দ্র।
বাংলায় করোনা পরিস্থিতি একেবারেই ভালো নয়। সপ্তাহের শুরুতে সংক্রমণ কিছুটা কম হলেও সপ্তাহের মাঝেই তা বেড়ে যাচ্ছে। করোনা গ্রাফ প্রায় প্রতিদিনই ওঠানামা করছে। আর তার সঙ্গেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন। শুক্রবার এক জুনিয়র চিকিৎসকের শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া যায়। ওই চিকিৎসক নদিয়ার বাসিন্দা। তবে তিনি কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। এদিকে সম্প্রতি তিনি বিদেশেও যাননি। কিন্তু, তা সত্ত্বেও ওমিক্রনে আক্রান্ত হন। আর বিদেশ যোগ না থাকা সত্ত্বেও এই প্রথম রাজ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর আগে মুম্বইতে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা দেখা গিয়েছিল। আর সেই কারণেই স্বাস্থ্য দফতরের চিন্তা আরও বাড়ছে। বিষয়টি এবার গোষ্ঠী সংক্রমণের দিকে এগোবে কিনা সে নিয়ে বাড়ছে চিন্তা।
ওমিক্রনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে কেন্দ্র। এদিকে করোনা পরীক্ষায় দেশের মধ্যে পিছনের সারিতে রয়েছে বাংলা। সবচেয়ে কম টেস্ট হয়েছে যে পাঁচটি রাজ্যে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এই পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা বাড়তে উদ্যোগী স্বাস্থ্য ভবন।