রাজ্যে ধীরেধীরে অনেকটাই কমে এসেছে কোভিড সংক্রমণ, স্বাভাবিক হয়েছে জনজীবন। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন এবার ১০২ জন।
রাজ্যে ধীরেধীরে অনেকটাই কমে এসেছে কোভিড সংক্রমণ। স্বাভাবিক হয়েছে জনজীবন। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী ( WB COVID Bulletin) , ফের আক্রান্তের সংখ্য়া কমল। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন এবার ১০২ জন। যেখানে গত ৪৮ ঘন্টা আগে রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছিল ১২৫ জন। এবার সারা বাংলায় কোভিড গ্রাফের নিরিখে শীর্ষে কলকাতা-উত্তর ২৪ পরগণা। তবে বাকি জেলাগুলিতে কী পরিস্থিতি চলুন দেখে নেওয়া যাক।
শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ আগের থেকে অনেকটাই কমেছে।রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ১০২ জন । যার মধ্য়ে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ জন। কলকাতার পাশাপাশি একই হারে দৈনিক সংক্রমণ কমেছে হাওড়াতে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়েও সংক্রমণ আগের থেকে কমেছে। যদিও দৈনিক সংক্রমণের ভিত্তিতে প্রথম স্থানে রয়েছে কলকাতা- উত্তর ২৪ পরগণা।
আরও পড়ুন, 'রাজ্য পুলিশে ভরসা নেই', আনিশের বাড়িতে অধীর যেতেই সিবিআই তদন্তের দাবি ছাত্র নেতার বাবার
উত্তর ২৪ পরগণায় গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৮ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, হাওড়াতে এই মুহূর্তে আক্রান্ত কমে ২ জন, হুগলিতে ৩ জন এবং দক্ষিণ ২৪ পরগণাতে কমে একদিনে আক্রান্তের সংখ্যা কমে ১১ জন। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কমে ৩ জন এবং দার্জিলিংয়ে গত চব্বিশ ঘন্টায় ২ জন আক্রান্ত হয়েছেন এখানে।
আরও পড়ুন, 'মেয়েদের সঙ্গে চরম নিষ্ঠুরতা দেখিয়েছে ইউক্রেন সেনা', অভিযোগ বালুরঘাটের বাসিন্দার
স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘন্টায় কোভিডে মৃত্যু সংখ্যা শূন্য রাজ্য। এই নিয়ে টানা চার দিন কোভিডে মৃত্যু শূন্য পশ্চিমবঙ্গ। যেই জেলাগুলিতে কিছুদিন আগেও একের পর এক মৃত্য়ু হচ্ছিল তাঁরা এখন মুক্ত, থেমেছে কোভিডের মৃত্যু। হাওড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, হুগলি, জলপাইগুড়ি, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রামে, বাঁকুড়া, আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহারে কোভিডে আক্রান্ত মৃত্য়ু থেমেছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, কোভিড বর্ষে রাজ্যের মধ্য়ে সবচেয়ে বেশি এখনও অবধি মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। কলকাতায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৫,৬৪৯ জন। উত্তর ২৪ পরগণায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৬৫৪ জন। অপরদিকে, পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ১,৭০৩ জন। পশ্চিমবঙ্গে একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৮ জন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার, ৯৮.৮৬ শতাংশ।