Viagra Saved UK Nurse: ২৮ দিন কোমায় কোভিড আক্রান্ত নার্স, ভায়াগ্রা কীভাবে তাঁকে বাঁচিয়ে তুলল

২৮ দিন ধরে কোমায় ছিলেন যুক্তরাজ্যের (United Kingdom) এক কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত নার্স। তাঁকে বাঁচিয়ে তুলল ভায়াগ্রা (Viagra)।  
 

Web Desk - ANB | Published : Jan 5, 2022 3:53 PM IST

ভায়াগ্রা (Viagra) ব্যবহার করা হয় 'ইরেক্টাইল ডিসফাংশন'এর (Erectile Dysfunction) সমস্যা দূর করার জন্য। এই ওষুধ কারোর হারিয়ে যাওয়া যৌন জীবন ফিরিয়ে দিতে পারে। কাজেই, এক অর্থে একে আগে থেকেই 'জীবনদায়ী' বলা হত। কিন্তু, সম্প্রতি যুক্তরাজ্যে (United Kingdom) এক কোভিড আক্রান্ত নার্সের ক্ষেত্রে ভায়াগ্রা আক্ষরিক অর্থেই কাজ করল জীবনদায়ী ওষুধ হিসাবে। দীর্ঘদিন কোমায় থাকার পর উচ্চমাত্রায় ভায়াগ্রা দেওয়াতেই তিনি আবার চোখ খুলেছেন।  

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের লিঙ্কন কাউন্টি হাসপাতালে (Lincoln County Hospital)। নার্স হিসাবে করোনা টিকার সম্পূর্ণ ডোজই পেয়েছিলেন ৩৭ বছর বয়সী মনিকা আলমেদা। কিন্তু তারপরও, গত ১৯ অক্টোবর তিনি কোভিড-১৯ (COVID-19) পজিটিভ হিসাবে সনাক্ত হয়েছিলেন। চার দিন পরই তিনি স্বাদ-গন্ধের অনুভূতি হারিয়েছিলেন। তাঁর হাঁপানির সমস্যাও ছিল। তাঁর কাশিতে রক্ত উঠতে শুরু করেছিল। রক্তে অক্সিজেনের মাত্রা হুহু করে কমে যাচ্ছিল। গত ৯ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

আলমেদাকে রাখা হয় আইসিইউ-তে। সুস্থ হওয়ার কোনও লক্ষণ না দেখে ডাক্তাররা গত ১৬ নভেম্বর তাঁকে মেডিকাল ইনডিউসড কোমায় (Induced Coma) পাঠিয়ে দেন। মাঝে ডাক্তাররা ভেন্টিলেটর বন্ধ করে দেওয়ার জন্য ৭২ ঘন্টা সময় দিয়ে দিয়েছিলেন। তবে, আচমকাই তাঁর অবস্থায় উন্নতি হতে শুরু করেছিল। তবে, তাঁর চেতনা আর ফিরছিল না। অবশেষে, ১৪ ডিসেম্বর, মেডিকেল টিম পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে তাঁকে বড় ডোজের ভায়াগ্রার ইনজেকশন দিয়েছিলেন। তাতেই ম্যাজিকের মতো কাজ হয়, চোখ মেলেছিল আলমেদা।

চেতনা ফিরে পাওয়ার পর, লিঙ্কন কাউন্টি হাসপাতালের ডাক্তাররা তাঁকে জানান, তাঁকে সুস্থ করার জন্য ভায়াগ্রা দেওয়া হয়েছিল। কথাটা শুনে প্রথমে আলমেদা বিশ্বাসই করেননি, হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু, ডাক্তার ফের জোর দিয়ে বলে তাঁকে বোঝান যে তাঁকে সত্যিই ভায়াগ্রার একটি বড় ডোজ দেওয়া হয়েছিল। সেই থেকে আলমেদা বিশ্বাস করেন ভায়াগ্রাই তাঁকে বাঁচিয়েছিল। দ্য সান-কে দেওয়া একটি সাক্ষাত্কারে, তিনি বলেন ওষুধটিই তাঁর অবস্থার উন্নতি ঘটিয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে তাঁর ফুসফুস সাড়া দিতে শুরু করেছিল। 

কিন্তু, যে ওষুধ পুরুষ মানুষের লিঙ্গোত্থানের সমস্যা দূর করে, তা কীকরে কোভিড-১৯ রোগীর চিকিৎসা করতে পারে? ডাক্তাররা জানিয়েছেন, ভায়াগ্রা রক্তনালীকে প্রসারিত করে। আলমেদার হাঁপানি থাকায় তাঁর ফুসফুস আগে থেকেই কমজোরি ছিল। ভায়াগ্রা রক্ত চলাচল বৃদ্ধি করায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয়েছিল। যে সাহায্যটুকু দরকার ছিল তার ফুসফুসের, তা সে পেয়ে যায়। প্রয়োজনে সময় তাই ভায়াগ্রাই তাঁকে উদ্ধার করেছে। 

Share this article
click me!