জিম্বাবোয়ের (Zimbabwe)বিরুদ্ধে পরপর দুটি একদিনের ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু টস জিতেও কেন বোলিং করার সিদ্ধান্ত নিলেন কেএল রাহুল (KL Rahul)তা নিয়ে উঠছে প্রশ্ন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ১০ উইকেটে ও দ্বিতীয় ম্য়াচে ৫ উইকেটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ৩ ম্য়াচের সিরিজ ম্য়াচ বাকি থাকতেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম দুটি ম্যাচেই টস জিতলেও কেন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন না অধিনায়ক কেএল রাহুল তা নিয়ে উঠছে প্রশ্ন। দলগত শক্তির বিচারে জিম্বাবোয়ে দল অনেকটাই পিছিয়ে ভারতের থেকে। সেখানে টস জিতে প্রথমে ব্যাট করলে ভারতীয় ব্যাটাররা আরও বেশি সুযোগ পেত নিজেদের ঝালিয়ে নেওয়ার। যা আখেরে ভারতীয় দলের জন্য লাভজনক হত। এমন রক্ষণাত্মক মানসীকতা থেকে বেরিয়া না আসলে টি২০ বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টে জয় পাওয়া খুব কঠিন হবে বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম।
সাবা করিম বলেছেন'আশা করেছিলাম ভারত প্রথমে ব্যাট করবে। কিন্তু সেটা করল না। এখানে পরে ব্যাট করা অনেক সহজ। রাহুলরা সেটাই করছে। ওরা নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলছে না। এ রকম করলে হবে না। নিজেদের চ্যালেঞ্জ করতে হবে।' আসন্ন টি২০ বিশ্বকাপে নিজেদের যে কোনও কছিন পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে রক্ষণাত্মক মানসীকতা থেকে বেরিয়া আসার পরামর্শ দিয়েছেন সাবা করিম। তিনি বলেছেন,'রক্ষণাত্মক মানসিকতার জন্যই গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলাম। এ ভাবে খেললে এ বারও বিশ্বকাপ জেতা হবে না। প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করতে হবে। তবেই সাফল্য আসবে।' এশিয়া কাপের দলে রয়েছেন জিম্বাবোয়ে সফররত কেএল রাহুল ও দীপক হুডা। তাদের আরও বেশি করে ব্যাট করা উচিৎ ছিল বলেও মনে করেন সাবা।
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপে ভারতীয় দলের স্কোয়াড ও প্রতিযোগিতা সম্পূরণ সূচি-
এশিয়া কাপে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ এবং আবেশ খান।
এশিয়া কাপের সূচি-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।
আরও পড়ুনঃবৃষ্টি ভেজা মুম্বইয়ের রাস্তায় স্কুটি করে ঘুড়ে বেড়ালেন বিরাট-অনুষ্কা, দেখুন ভাইরাল ছবি