Live: Ind Vs Pak: শেষ বলে জয় ছিনিয়ে নিল ভারত

সংক্ষিপ্ত

রবিবার টি-২০ বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দু'দলেরই এটা এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ। সুপার ১২ গ্রুপ ২-এর এই ম্যাচ ঘিরে মেলবোর্নে উত্তেজনা তুঙ্গে। শুধু মেলবোর্নেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারত-পাকিস্তানের সমর্থকরা এই ম্যাচ নিয়ে উত্তেজিত। সকাল থেকেই এমসিজি-তে ভিড় জমিয়েছেন দর্শকরা। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হলেও, শনিবার রাত থেকে মেলবোর্নে নতুন করে বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি না হওয়ায় দর্শকরা স্বস্তিতে। সবারই আশা, এদিন বিকেলে বৃষ্টি হবে না এবং ম্যাচ নির্দিষ্ট সময় অনুযায়ীই হবে। দু'দলের ক্রিকেটাররাই মাঠে নামার জন্য তৈরি। ভারতীয় দলে আছেন বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর উপর ভরসা রাখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আশা, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজেকে মেলে ধরবেন শামি। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও পাকিস্তানকে হারাতে তৈরি।

05:25 PM (IST) Oct 23

পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত

বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার অসামান্য লড়াইয়ের সুবাদে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত। শেষ বলে এল জয়। বিরাট ৮২ রানে অপরাজিত থাকেন।

05:13 PM (IST) Oct 23

আউট হার্দিক পান্ডিয়া

শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। তিনি করেন ৩৭ বলে ৪০ রান। ক্রিজে এসেছেন দীনেশ কার্তিক।

05:10 PM (IST) Oct 23

শেষ ওভারে ভারতের দরকার ১৬ রান

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে হলে শেষ ওভারে ভারতকে করতে হবে ১৬ রান। ক্রিজে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। জয়ের আশায় ভারতীয় শিবির।

05:02 PM (IST) Oct 23

বিরাট কোহলির অর্ধশতরান

চাপের মুখো অর্ধশতরান করলেন বিরাট কোহলি। তিনি হার্দিক পান্ডিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এখনও জয়ের আশায় ভারত।

04:50 PM (IST) Oct 23

১৫ ওভারে ভারত ১০০/৪

১৫ ওভারের শেষ ভারতের স্কোর ৪ উইকেটে ১০০। ক্রিজে বিরাট কোহলি (৪৩) ও হার্দিক পান্ডিয়া (৩২)। জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের দরকার ৬০ রান।

04:38 PM (IST) Oct 23

১২-তম ওভারে ২০ রান

১২-তম ওভারে মহম্মদ নওয়াজের ২০ রান নিলেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। বিরাট একটি ও হার্দিক জোড়া ছক্কা মারেন। লড়াই করছে ভারতীয় দল।

04:33 PM (IST) Oct 23

লড়াই করছেন বিরাট-হার্দিক

৪ উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা লড়াই শুরু করেছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই জুটির উপরেই এখন ভারতীয় দলের ভাগ্য নির্ভর করছে। এই জুটি টিকে গেলে ভারতের জয়ের আশা থাকবে।

04:13 PM (IST) Oct 23

রান আউট অক্ষর প্যাটেল

রান আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল (২)। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে ভারতীয় দল। ক্রিজে বিরাট কোহলি (৫) ও হার্দিক পান্ডিয়া (০)। এই জুটির উপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে।

04:09 PM (IST) Oct 23

৬ ওভারে ভারত ৩১/৩

৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৩১। ক্রিজে বিরাট কোহলি (৫) ও অক্ষর প্যাটেল (২)। জয়ের জন্য ভারতের দরকার ৮৪ বলে ১২৯ রান।

04:06 PM (IST) Oct 23

১৫ রানে আউট সূর্যকুমার যাদব

প্রত্যাশা পূরণ করতে পারলেন না সূর্যকুমার যাদব। শুরুটা ভাল করেও, ১৫ রান করেই আউট হয়ে গেলেন তিনি। ২৬ রানে ৩ উইকেট হারাল ভারত।

03:56 PM (IST) Oct 23

৪ রান করে আউট রোহিত শর্মা

মাত্র ৪ রান করেই ফিরে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১০ রানে ২ উইকেট হারাল ভারত। পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেল ভারতীয় দল।

03:47 PM (IST) Oct 23

৪ রান করে আউট কে এল রাহুল

ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ রান করে নাসিম শাহের বলে আউট হয়ে গেলেন কে এল রাহুল। ৭ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৩ নম্বরে ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।

03:25 PM (IST) Oct 23

২০ ওভারে পাকিস্তানের স্কোর ১৫৯/৮

শান মাসুদের অপরাজিত ৫২ ও ইফতিকার আহমেদের ৫১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করল পাকিস্তান। ভারতের হয়ে ৩ উইকেট করে নেন হার্দিক পান্ডিয়া ও আর্সদীপ সিং। ১ উইকেট করে নেন মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। ভারতের টার্গেট ১৬০।

03:16 PM (IST) Oct 23

শান মাসুদের অর্ধশতরান

৪০ বলে ৫০ পূর্ণ করলেন পাকিস্তানের বাঁ হাতি ব্যাটার শান মাসুদ। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ইনিংসের জন্যই ভদ্রস্থ জায়গায় পৌঁছে গেল পাকিস্তানের স্কোর।

03:06 PM (IST) Oct 23

আর্শদীপ সিংয়ের ৩ উইকেট

হার্দিক পান্ডিয়ার পর এবার ৩ উইকেট নিলেন আর্শদীপ সিংও। তাঁর তৃতীয় শিকার হলেন আসিফ আলি (২)। ১২০ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।

02:58 PM (IST) Oct 23

হার্দিকের ৩ উইকেট

৩ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। তিনি এবার ফিরিয়ে দিলেন মহম্মদ নওয়াজকে (৯)। ১১৫ রানে ৬ উইকেট হারাল পাকিস্তান।

02:49 PM (IST) Oct 23

এক ওভারে জোড়া উইকেট হার্দিকের

১৪-তম ওভারে বোলিং করতে এসে ২ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। প্রথমে শাদাব খান এবং শেষ বলে হায়দার আলিকে (২) আউট করে দিলেন হার্দিক। দুই ক্ষেত্রেই ক্যাচ নিলেন সূর্যকুমার যাদব। ৯৮ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।

02:44 PM (IST) Oct 23

৯৬ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান

ইফতিকার আহমেদ ফিরে যাওয়ার পরেই ফের উইকেট হারাল পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শাদাব খান (৫)। ৯৬ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান।

02:39 PM (IST) Oct 23

ইফতিকার আহমেদের ৫১

৩৪ বলে ৫১ রান করে মহম্মদ শামির বলে এলবিডব্লু হয়ে গেলেন ইফতিকার আহমেদ। ৯১ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান। তবে প্রাথমিক ধাক্কা সামলে রান করছে পাকিস্তান।

02:27 PM (IST) Oct 23

১০ ওভারে পাকিস্তান ৬০/২

১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬০। ক্রিজে শান মাসুদ (২৯) ও ইফতিকার আহমেদ (২১)। এই জুটি ক্রমশঃ জমে উঠছে। দ্রুত এই জুটি ভাঙতে হবে ভারতের বোলারদের।

02:20 PM (IST) Oct 23

৮ ওভারে পাকিস্তানের স্কোর ৪৪

৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৪৪। ক্রিজে শান মাসুদ (২৫) ও ইফতিকার আহমেদ (১১)। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন আর্শদীপ সিং।

02:04 PM (IST) Oct 23

মহম্মদ শামির প্রথম ওভারে ৮ রান

প্রথম ওভার বোলিং করতে এসে ৮ রান দিলেন মহম্মদ শামি। ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৩২। ক্রিজে শান মাসুদ (১৯) ও ইফতিকার আহমেদ (৭)।

01:55 PM (IST) Oct 23

আর্শদীপ সিংহের জোড়া শিকার

বাবর আজমের পর পাকিস্তানের অপর ওপেনার মহম্মদ রিজওয়ানকেও ফিরিয়ে দিলেন ভারতের পেসার আর্শদীপ সিং। ৪ রান করেই ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রিজওয়ান। ১৫ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।

01:47 PM (IST) Oct 23

প্রথম বলেই আউট বাবর আজম

আর্শদীপ সিংহের প্রথম বলেই কোনও রান না করে আউট পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরুতেই অধিনায়কের উইকেট খুইয়ে চাপে পাকিস্তান। শুরুতেই বাবরকে ফিরিয়ে দিয়ে উজ্জ্বীবিত ভারতীয় দল।

01:28 PM (IST) Oct 23

জাতীয় সঙ্গীত

মেলবোর্নে ভারত ও পাকিস্তানের জাতীয় সঙ্গীত হয়ে গেল। দুই দলের ক্রিকেটাররাই খেলার জন্য তৈরি। 

01:13 PM (IST) Oct 23

পাকিস্তানের প্রথম একাদশ

পাকিস্তান দলে আছেন- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলি, মহম্মদ নওয়াজ, শাদাব খান, ইফতিকার আহমেদ, আসিফ আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহ।

01:11 PM (IST) Oct 23

ভারতের প্রথম একাদশ

ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং।

01:05 PM (IST) Oct 23

টসে জিতে ফিল্ডিং ভারতের

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফলে প্রথমে ব্যাটিং করতে নামবে পাকিস্তান। আবহাওয়ার কথা মাথায় রেখেই প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল।

12:45 PM (IST) Oct 23

নজরে সূর্যকুমার যাদব

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। তিনি ঝোড়ো ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের চাপে ফেলে দেবেন, আশায় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বরে ব্যাটিং করতে নামতে পারেন সূর্যকুমার।

12:36 PM (IST) Oct 23

মেলবোর্নে আকাশ পরিষ্কার

বৃষ্টির আশঙ্কা দূর করে মেলবোর্নে রোদ উঠেছে। খেলা শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন দর্শকরা। আবহাওয়ার উন্নতি হওয়ায় সবাই খুশি।


More Trending News