মা দুর্গার আশির্বাদ পেতে চতুর্থী-নবমী ভোগ হিসেবে এইগুলি রান্না করুন, খুলে যাবে আপনার ভাগ্য

মহালয়ার পর থেকেই দেবী পক্ষ শুরু হয়ে যায়। দেবী পক্ষ ৯ দিনের। এই নয় দিন দেবী দূর্গার নটি রূপের পুজো হয়। কারণ পুরান অনুযায়ী অসুর বধের জন্য ৯টি রূপ ধারন করেছিলেন তিনি। সেই অনুযায়ী ৯ দিনে দেবীর একেকটা রূপের পুজো হয়। তাহলে চলুন জেনেনি চতুর্থী থেকে দেবীকে কী কী ভোগ নিবেদন করা যায়। 

শারদীয়া নবরাত্রি বা দেবী পক্ষ মহালয়ার পর দিন থেকে শুরু হয়ে গেল। কিন্তু বাঙালিরা অনেকেই পুরো ৯ দিন পালন করেন না। আমরা মূলত পঞ্চমী থেকেই দুর্গাপুজো পালন করি। এই সময়টা শক্তির আরাধনা করি। পুজোর যাবতীয় রীতিনীতি চতুর্থ বা পঞ্চমী থেকেই শুরু হয়ে যায়। বাঙালিদের কাছে দেবী দুর্গা প্রকৃতির আরও একটি রূপ। তাঁকে কুমারী রূপে পুজো করা হয়। বাংলায় দূর্গাপুজোর উৎসব অনেকটা ঘরের মেয়ের ঘরে ফেরার মত। কিন্তু এই পাঁচ থেকে ছয় দিন আমরা দেবীর আশির্বাদ পাওয়ার একটি চেষ্টা করি। আর এর জন্য বেশি  কিছু করতে হবে না। বাড়িতেই দেবীর পছন্দের খারাব পরিবেশন করতে পারেন আপনি। তবে খেয়াল রাখুন কোন দিন কী খাবার পরিবেশন করবেন দেবীকে। 


মহালয়ার পর থেকেই দেবী পক্ষ শুরু হয়ে যায়। দেবী পক্ষ ৯ দিনের। এই নয় দিন দেবী দূর্গার নটি রূপের পুজো হয়। কারণ পুরান অনুযায়ী অসুর বধের জন্য ৯টি রূপ ধারন করেছিলেন তিনি। সেই অনুযায়ী ৯ দিনে দেবীর একেকটা রূপের পুজো হয়। তাহলে চলুন জেনেনি চতুর্থী থেকে দেবীকে কী কী ভোগ নিবেদন করা যায়। 

Latest Videos

মা কুষ্মাণ্ডা
চতুর্থীর দিন দেবী দূর্গাকে মা কুষ্মাণ্ডাকে উৎসর্গ করা হয়। এই দিনে মাদুর্গাকে মালপুয়া নিবেদন করলে মেধা ও মনোবল বৃদ্ধি পায়।

মা স্কন্দমাতা
পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার পূজা করা হয়। এই দিনে মাকে কলা নিবেদন করতে হবে। ষষ্ঠী তিথিতে দেবী কাত্যায়নীর পূজা করা হয়

মা কাত্যায়নী নবরাত্রি।
ষষ্ঠীদিন দেবীকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। এই দিন  ভোগ হিসেবে মাকে লাউ  ও মধু নিবেদন করুন। অনেকের বাড়িতে এই দিন লাউ রান্না হয়। 

মা কালরাত্রি
সপ্তমীতে মায়ের কালরাত্রির পূজা করা হয়। শাস্ত্র অনুসারে, এই দিন কালরাত্রি মাকে গুড় বা গুড়ের তৈরি জিনিস নিবেদন করা উচিত।

মা মহাগৌরীর অষ্টমী দিন
অষ্ঠমীর দিন মহাগৌরী মায়ের পূজার জন্য উৎসর্গ করা হয়। দুর্গাপুজোর এই দিনটি সবথেকে গুরুত্বপূর্ণ। মাতৃদেবীকে ভোগ হিসেবে নারকেল নিবেদন করলে কাঙ্খিত ফল পাওয়া যায়। আর এই দিনটি আপনি অবশ্যই নিরামিশ খাবার খাবেন। 

মা সিদ্ধিদাত্রী
নবমীতে দেবী দূর্গাকে সিদ্ধিদাত্রী রূপে  পূজা করা হয়। এমন অবস্থায় মাকে খুশি করতে ভোগে লুচি ছোলার কোনও পদ ও খির নিবেদন করুন। এছাড়াও, ছোট মেয়েদেরও খাওয়ান। দেবীর আশির্বাদ পাবেন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ Kunal Ghosh-এর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury